নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার বক্ষ জুড়ে মনের বসতি \nমনটা শুধুই প্রজাপতি....

দ্বীপ ১৭৯২

জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্বআছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। আমার সম্পাদিত লিটেল ম্যাগ‌ কুয়াশা।

দ্বীপ ১৭৯২ › বিস্তারিত পোস্টঃ

পাথরের ধ্বনি /দ্বীপ সরকার

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:০৬

পাথরের ঘর্ষণ বলে কোন ধ্বনি নেই
সব কিছু মানুষে মানুষে প্রকাশিত
নিষ্টুরতার ঘটনা মাত্র।

এক সময় পাথরের শাসনে
লঙ্কা বাটতে দেখেছি
সিলপাটার পেশনে জলাঞ্জলি যেতো
রসুন,পিঁয়াজের আয়ু,
এখন নিত্য বুকের ক্ষত বাটি,
পাঁজরে আবিস্কৃত হয় থকথকে রক্তের ব্যারেল,
ঘুন কষ্টের তেতো ছড়ায় প্রেমের শরীরে,
প্রেম বলে যা আছে তা
পাথরের মাচানে লটকে থাকা নিষ্ঠুরতার গল্প ।

পাথরের ধ্বনি মানেই নিজের ভেতরে
খুঁড়িয় খুঁড়িয়ে চলা ভুলের মিছিল
ভুলে থেঁতলে যাচ্ছে মহাসড়কের
সাদা সাদা ক্ষতের দাগ-
ইচ্ছায় অথবা অনিচ্ছায়,
ভুলের মিছিল দীর্ঘতর হতে হতে
মুখস্থ করে ফেলি হিরা গুহার সৃষ্ট ধর্ম।

প্রেম করবি আর পোড়া মন?
এভাবেই বাটা হবে সিলপাটায় নিখুঁত করে,
চোখের ভেতরে অমানিশার বেরিকেট
চুইয়ে অমবাস্যা নামবেই,
ঘুমিয়ে যাবে পিরিতির পাঠ নিস্তব্ধ শহরে।

পোড়া মন!
ভুলেও ভুল পথে চলিসনে গো আর।
ওখানে প্রেম নেই, শুধু পাথরের লীলা।

লেখাঃ ০১/০৯/১৫ইং

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.