![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্বআছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। আমার সম্পাদিত লিটেল ম্যাগ কুয়াশা।
কষ্টের আহবানে কুতকুতে সন্ধ্যায় গান ধরি,
নৈঃশব্দে, নির্জনতায়
মঙ্গাপীড়িত ধ্যানে ডুগডুগি বাজাই,
নিরস পাঁজরে প্রেমের দাপাদাপি চলতে থাকে,
পুরোহিত দুঃখ চিল গলায় বসে
ফাঁস করে দেয় গোপন নথি -অতীতের চারুপাঠ,
যীশুর ক্রুশবিদ্ধ আবেগে
জমিয়ে তোলে স্মৃতির হাট -নগরে নগরে।
সম্বিত ফিরে বেতাল কণ্ঠে সুর উঠে
নৈমিত্তিক প্রশ্নে থেমে যায়,
কণ্ঠে সুরের মুর্ছনায় বাঁশিয়াল চোখ কাঁদে,
নির্জনতা আশ্রয় নেয় বিপরীত গলিতে,
স্পর্শে ছিপছিপে জোস্না খসে পড়ে,
ঠিক তখনও নিদাঘগুলো বেটে নিয়েছি দুজনে।
মনে পড়ে সেদিনের প্রেমগুলো
সবুজ ঠোঁট চুইয়ে চুইয়ে হুড়হুড় করে নামছিলো
উন্মুক্ত বোতামের ছিটকি খুলে।
অতঃপর বেফাস গল্পের সারি।
তার পর কণ্ঠের বাঁশি
ঝরে ঝরে পড়ে গেলো নৈঃশব্দের গানে।
লেখাঃ ০৫/০৯/১৫ইং
©somewhere in net ltd.