![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্বআছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। আমার সম্পাদিত লিটেল ম্যাগ কুয়াশা।
কাঁধে কাফনের মানুষ
বিষণ্নের ক্যাটালগে শবযাত্রার ভীড়
চলছে শ্মশানের দিকে কদমে কদমে,
কান্নার ভীড়ে লুণ্ঠিত আত্নীয়তার আঁচুল,
এভাবেই মাথার ওপরে লটকে থাকা শুন্যে
শকুনদের পদচারনা বাড়ে।
লাশের গন্ধে নাকি শকুনের মাতাল ঠোঁট থেমে যায়
বাহুল্য উড়াউড়ি থেকে -মহাশুন্যে।
মৃতের যাত্রা পথে থমকে যায় বাহুল্য স্বীকারোক্তি,
উত্থান পতনের ঘোর কাটে শকুনের আত্নার।
যেখানে তাঁবু পেরিয়ে আকাশ নেমে পড়ে,
যেখানে মানুষ মরে বেঁচে থাকে নিজস্ব অভিজ্ঞতায়,
সুযোগ বুঝে শকুনগুলো ইহলৌকিক
ডানা মেলে।
পাপদ্রব্য চাপা দিয়ে ফিরতি
মানুষগুলো কদমে কদমে অগ্রসর হয়,
আর
আমরা গোটা ক,জন চেয়ে চেয়ে দেখছি
বিপন্ন শকুন গল্প কুড়োচ্ছে।
০৮/০৯/১৫ ইং
©somewhere in net ltd.
১|
০৬ ই অক্টোবর, ২০১৫ সকাল ৮:৫২
সুমন কর বলেছেন: এসব কবিতা বা লেখা পড়লে মনটা ভারী হয়ে যায়। তারমধ্যে এখন সকাল !!
+।