নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্বআছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। আমার সম্পাদিত লিটেল ম্যাগ কুয়াশা।
উপমিত হবো বলে এ পথে এসেছি।
এই জঞ্জালি জীবনে কলম ধরেছি
তামাশা ভরে।
শিল্পী হতে গেলে বুঁদ হওয়া গিটারের
ঋণ চাপে আমার কপালে,
সেকারনেই কোকিলের জবানে
টিকে গেলো রুনার বিস্তীর্ণ গলার কৃতিত্ব।
আমার আর হওয়া হলোনা।
সময়ের ঠোঁটে তাই ফুটলো হাহাকার।
অভিনেতা হতে চেয়ে সালমানের মর দেহে
পশম খুঁটেছি বহুকাল,
কুক্ষিগত মাদুরে লুকিয়ে রেখেছে
অভিজ্ঞতার বিপ্লব,
অতঃপর পারিনি নৃত্যের তালে
ঢেউ ঢেউ খেলতে -তার মতন।
জয়নুলের বাবুই চোখে
তুলি ঘুরিয়ে ঘুরিয়ে
চিত্র আঁকতে চেয়েছি তার মতন,
অতঃপর বিবশ হাতে তুলিসমূহ
ছিচকে মেঘের ঘোরে হারিয়ে যেতে যেতে
নিঃশেষ হয়ে গেলো শিল্পীত মোহ।
তারপর কবি হওয়ার লোভে
প্রকৃতির ছিরিছাদে যাপমান
জ্যামিতির ইতিহাস,
বৃত্তের বাইরে উস্কানির মাদকতায়
ভরপুর অনুভূতির চারাগাছ।
কৃষিকলম খুঁটে খুঁটে যন্ত্রণা উপড়ে
তোলা শিখলো ছন্দ পাঠে।
তুই কবি বানাবি হে মায়াবিনী,
উপমায় জরিয়ে দিবি স্বপ্নের চাদর?
লেখাঃ ২১ / ০৯ / ১৫ইং।
©somewhere in net ltd.
১| ১৩ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫৬
চলন বিল বলেছেন: এত ফাউল কবিতা লেখেন ক্যান? আপনার নিজের কষ্ট পাঠকদেরও অযথা হয়রানী হচ্ছে