![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্বআছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। আমার সম্পাদিত লিটেল ম্যাগ কুয়াশা।
তোমার দীঘল কেশ জানে
আঁধার ছুঁলে চঞ্চল হয়ে ওঠে
গাঢ় অন্ধকার,
তোমার স্বপ্নীল চোখ জানে
নয়নে নয়ন রাখলে
সেমিকোলনে আটকে থাকে
মায়ার ভিড়।
শুধু অভিমান ভাঙলে
তোমার সে চোখে, সে চুলে
আড়িপাতা গল্পের দিন
ভেসে ওঠে।
লেখাঃ ২০/১২/১৫ইং
২| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:০১
মাহবুবুল আজাদ বলেছেন: অসাধারণ লিখেছেন, বেশ ভাল লাগল।
©somewhere in net ltd.
১|
২৮ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৩২
মানবী বলেছেন: ছবিটা চমকে দিয়েছে!
মনে হলো মৃত সঙ্গীকে স্মরণ করে মেয়েটি কাঁদছে!
কবিতা পড়েছি, তবে ছবিটির ইম্প্যাক্টটা বেশি তীব্র!
ভালো থাকুন।