![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্বআছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। আমার সম্পাদিত লিটেল ম্যাগ কুয়াশা।
যদি সন্ধ্যা নামে কখনো
দ্বীপ সরকার
যদি সন্ধ্যা নামে কখনো
জীবনকে বলে দেবো
আঁধার শিখে নিস,
এই আঁধার গহবরে বিরান হবার
কতোনা গল্প ছুঁয়ে যায়,
কতোবার পরাজয় ঘটলো বয়সের,
কতোবার পরাজয় ঘটলো
গোধূলীবেলার রেখাচিত্রের,
তবু আঁধারকে জীবন ভেবে
জয় খুঁজি দিবালোকেই।
গাণিতিক সুত্রকে শত্রু ভেবে শিখা
হয়নি জীবন বোধের সমীকরণ,
কেবল অবেলায় এসে শিখে যাই
সন্ধ্যে সন্ধ্যে পাঠ।
যদি এভাবে সন্ধ্যা এসে
উপলব্ধিতে কূলুপ এঁটে
ঢেকে দেয় আঁধার,
তবু প্রজন্মের ডাকে সলোক সাজাবো
ঘরে ঘরে।
জীবনকে মাপতে গিয়ে
হোঁচট খেয়ে ফিরে আসি
সন্ধ্যা নামার আগেই,
তবু সন্ধ্যা নামে, আঁধার নামে
যোগ বিয়োগের বৃত্তান্ত
ঝুলে থাকে গোধূলী সময়।
লেখাঃ ২৪/১২/১৫ইং
২| ০১ লা জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৭
মাহবুবুল আজাদ বলেছেন: দারুণ লিখেছেন
©somewhere in net ltd.
১|
০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৬
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: খুবই সুন্দর হয়েছে । তথ্য ও তত্তবাহী কবিতা তবে শিখা স্থলে শেখা, যালোক স্থলে আলোক এবং সবশেষে সময় স্থানে বেলায় হবে । নববর্ষের শুভেচ্ছা রইল । ধন্যবাদ ।