নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্বআছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। আমার সম্পাদিত লিটেল ম্যাগ কুয়াশা।
প্রেম সংক্রান্ত পাঁচটি অণুকাব্য
---------------------------------------
দ্বীপ সরকার
প্রেম.১
প্রেম শিখায় সত্য
প্রেম গাঁথে পদ্য
প্রেম সদা বিপথে
হয়ে যায় গদ্য।
প্রেম. ২
প্রেম চোখ মেলে
কি হবে ঘুমে গেলে
দুঃখ জাগেনা
দুঃখ পেলে।
প্রেম.৩
প্রেম বোঝে ছাই
পুড়ে পুড়ে দুঃখ পাই
সিগারেট শেষ হলে
চারিদিকে নাই নাই।
প্রেম.৪
প্রেম বাঁচে পরশে
লুকোচুরি হরসে
দুঃখ ভিজাই
চোখের বরষে।
প্রেম.৫
প্রেম যারা করে
প্রেমে যারা পড়ে
বেঁচে থেকেও তারা
মধ্যে মিশেলে মরে।
০১/১০/১৫ইং
©somewhere in net ltd.