![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্বআছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। আমার সম্পাদিত লিটেল ম্যাগ কুয়াশা।
শীত যখন কাব্য করে
সুচনা লগ্ন থেকেই বিড়ম্বনার আঁচড়ে
মুখস্ত করে ফেলেছি পৃথিবী
জখম হওয়া বরফকণা,
জ্যাকেট ভর্তি আব্রু,
লোমকূপে আলস্যের দাঁড়ি-কমা,
তুমি কবিতা হতে পারো বটে।
মফস্বলের আকুতি মাখা শর্ষেফুল
বিনম্র দাগকাটা প্রেম
একটুকরো শীত
ধীরে ধীরে পোয়াতি হবার ভয়ে
আজো নিকটবর্তী হলোনা কুয়াশার শরীরে।
অথচ আজ সন্ধ্যায় কবিতারা
কুয়াশাকে লজ্জাবতী হতে বলেছিলো।
একটুকরো হিম
গর্ভবতী হবার নেশায়
লেপ তোষকে লুকিয়ে রাখে
বিবস নগরীর প্রাগৈতিহাস।
লেখাঃ ২৬/১/২০১৬ইং
২| ৩১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪১
বিজন রয় বলেছেন: ++,
কবিতার ভিতরের কথা ভাবায়।
৩| ০৬ ই মার্চ, ২০১৬ রাত ১১:৫১
দ্বীপ ১৭৯২ বলেছেন: ধন্যবাদ দুজনকেই।
©somewhere in net ltd.
১|
৩১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৫
মাহবুবুল আজাদ বলেছেন: সুন্দর লিখেছেন। অনেক অনেক ভাল লাগা।