নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্বআছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। আমার সম্পাদিত লিটেল ম্যাগ কুয়াশা।
অনৈতিক ব্যাপার বুঝে
রাতগুলো আস্তিনে ঢেকে রাখে আঁধার,
ততক্ষণে বিপণ্ন ঝিঁঝি পোকারা
মুখস্থ্য করে ফেলে নাগরিক গলিপথ,
এপথ ওপথ, সবখানে রাতের ডানা মেলে
ছড়িয়ে ছিটিয়ে দেয় জোনাকির সলোক,
ঝিঁঝি পোকারা আধুনিক হয়ে ওঠে,
যেমনটি উরুর মধ্যেখানে
বসন্ত শুঁকে হাতরায় মাঝরাতের নিতম্ব।.
ও আমার বিপণ্ন ঝিঁঝি পোকার রাত -
চরিত্রহীন সাধক আর ক্ষত বিক্ষত
মাদকপেয়ীর বাসনা,
সব তো চেনাজানা একেকটা গভীর বিশ্বাস,
শ্মশাানঘাটে ওঁত পেতে থাকা আঁধারগুলো
আজ কি করম ডাকসাইটে,
সাধক সাধনায় বসে নিক্তিতে মাপে
আঁধারের গভীরতা
এবং বিপণ্ন ঝিঁঝি পোকার রাত সমূহ।.
লেখাঃ ১৯/২/১৫ইং
২| ০৭ ই মার্চ, ২০১৬ রাত ১:৩১
মুসাফির নামা বলেছেন: অনেক কঠিন।+
৩| ০৭ ই মার্চ, ২০১৬ সকাল ১০:২২
বিজন রয় বলেছেন: অনেকদিন পর আপনার কবিতা পড়লাম।
অনেক ভাল লাগল।
++++++
৪| ০৭ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৫০
দিশেহারা রাজপুত্র বলেছেন:
অনেক অনেক ভালো লাগা। +
৫| ০৭ ই মার্চ, ২০১৬ রাত ৯:৫৯
মো: ইমরান আল হাদী বলেছেন: অনেক ভাল লাগলো,শুভেচ্ছা নিবেন।
৬| ২৬ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৩০
দ্বীপ ১৭৯২ বলেছেন: ধন্যবাদ সকলকে
©somewhere in net ltd.
১| ০৭ ই মার্চ, ২০১৬ রাত ১২:২১
মাহবুবুল আজাদ বলেছেন: চমৎকার লাগল।