![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্বআছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। আমার সম্পাদিত লিটেল ম্যাগ কুয়াশা।
মনে নেই
দ্বীপ সরকার
মনে নেই
কবে যে ধানক্ষেতে গিয়েছিলাম,
মনে নেই
কখন কবে একটুকরো ভোরের শিশির
শরীরে লেগে বলেছিলো
" আবার এসো কবি
এই সবুজ প্রান্তরে,,
স্মৃতি বিজরিত মাঠ,
সারি সারি হাওয়ার ক্রেচ,
পেঁচাদের বিবৃতি দেয়া লেজগুটানো শিষ,
আমার মনে নেই।
এই পেশাদারিত্বের দেয়ালের মাঝে
এ্যরোসলের ঘ্রাণে,
আদি সভ্যতা থেকে
শৃঙ্খল যাপন করি এখন।
লেখাঃ ২৫/৩/১৬ইং
-----------------------
২| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১১:০০
রাজসোহান বলেছেন: এই পেশাদারিত্বের দেয়ালের মাঝে
এ্যরোসলের ঘ্রাণে
চমৎকার!
৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১১:২১
রেইড ইন স্কাই বলেছেন: এই পেশাদারিত্বের দেয়ালের মাঝে এ্যরোসলের ঘ্রাণে,
আদি সভ্যতা থেকে শৃঙ্খল যাপন করি এখন।
এটাই বাস্তব যাপিত জীবন।
৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১১:৫৯
কথাকথিকেথিকথন বলেছেন: সুন্দর কবিতা । ভাল লেগেছে অনেক ।
৫| ০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০৬
দ্বীপ ১৭৯২ বলেছেন: ধন্যবাদ সকলকে।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৯
বিজন রয় বলেছেন: ভাল লাগল কবি।
++++