![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্বআছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। আমার সম্পাদিত লিটেল ম্যাগ কুয়াশা।
ভুল সাহস
.
দ্বীপ সরকার
.
যতোটুকু সাহস দেখিয়েছি
তা ছিলো ভুল সাহস....
তাই অরণ্যের মর্মরে ধ্বনিকে এখন কান্না ভাবি
পর্বতের ঝর্ণাকে ভাবি পাথরের গীত।
.
তোতে অংশিদারীত্বের শর্তে নির্মাণ
করেছিলাম উর্বর সবুজ,
অথচ কেউ বুঝিনি
পাথরে পাথরে তারুণ্যের এর্টেল,
আগুনে আগুনে উৎসের তাপ।
.
যেতে যেতে বহুদূর গিয়েছি,
ওড়না কামিজের ওম ছেড়ে-প্রান্তের ঠিকানায়
জেনে ফেলেছে রাজ্যের সৈন্যসামন্ত
অতঃপর গন্তব্যহীন ভুলে
আমাকেই ভরিয়েছি আমিহীন খামে।
.
অজস্র ভুল করি, বারংবার ভুল করি
রক্ত চুইয়ে নামে ভুল প্রেম,
ভুল খামে ভরাই ঘৃণার শব্দমালা।
.
লেখাঃ ২৬/৩/২০১৬ইং
বগুড়া......
©somewhere in net ltd.
১|
০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪৬
নকীব কম্পিউটার বলেছেন: খুব সুন্দর লিখেছেন।