![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্বআছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। আমার সম্পাদিত লিটেল ম্যাগ কুয়াশা।
আমি তুমি খই হই
.
দ্বীপ সরকার
.
তুমি বললে ভালোবাসি
বিঃশ্বাস খসে পড়ে রাশি রাশি।
তুমি বললে অরণ্য হবো চলো
পাতাগুলো পড়ে থাকে এলোমেলো।
ফাগুন ঠোঁটে কোকিল ছিঁড়ে গান
তোমার মনে আমি মেহমান।
.
কিঞ্চিত জলরাশি জমলে চোখে
একাকীত্ব বেড়ে ওঠে প্রতি বৈশাখে।
এক ফর্দ চোখে, নিঃস্ব হবার নোটিশ
আজকে আমার কি হলো ; অন্তরে বিষ।
.
একের বদলে এখানে আনেক আকাশের ভীর
নীলুয়াদের পপলিনের মত পাতলা শরীর।
দেখে যাই, সয়ে যাই, বয়ে যাই প্রতিকূলেও
এসো সখি, ভালোবাসি। ভুলবেনা ভুলেও।
দরদগুলো ঝড়ে ঝড়ুক, প্রেমগুলো জাগুক
আমি তুমি খই হই, একটু আগুন লাগুক।
.
লেখাঃ ১৮/৪/১৬ইং
©somewhere in net ltd.