নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার বক্ষ জুড়ে মনের বসতি \nমনটা শুধুই প্রজাপতি....

দ্বীপ ১৭৯২

জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্বআছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। আমার সম্পাদিত লিটেল ম্যাগ‌ কুয়াশা।

দ্বীপ ১৭৯২ › বিস্তারিত পোস্টঃ

কথাটা ওভাবে নিওনা

০৭ ই জুন, ২০১৬ রাত ৯:৩৮


কথাটা ওভাবে নিওনা
.
দ্বীপ সরকার

কথাটা ওভাবে নিওনা
যে  আমি তোমাকে ভুলেই গেছি ;
রাত্রীর ভুলোমনে ঝুলে থাকা ভোর
তবুও দিনকে প্রসব করে
তবুও খুঁড়ে খুঁড়ে আসে দিন
কেবল রাতগুলো দিনের ভিন্নরুপ।
তাই বলে রাত ছাড়া দিন নেই।

পাহাড় ছেনে যেভাবে মরুতাপ
লোকালয়ে এসে ধারাপাত শুনোয়
অনুগত হবার,
আসলে কতজনই অনুগত হতে পেরেছে বলো,
ভুলপথে এসে ভিখিরির থলে আজ
ভরেনাই বলে দুঃখ পাবার কিছু নেই,
যেহেতু ভুলের সেরকম দায় নেই
যে শুধরিয়ে মানুষ গড়িয়ে দেবে;
কথাটা ওভাবে নিওনা।

ভুলে যেতেও পারি। অংক শিখিনি বলে
হিসেবের দরপতন ঘটতেই থাকে জীবনে।
সময়ের সাম্পানে কচ্চপের মত চলতে থাকি বলে
নতি স্বীকার শেখেনি আমার ধ্যান,
তাই বলে ভুলে গেছি ভেবোনা।

সজোরে কাঁচের ভেঙ্গে যাবার গল্পো
পাঠ শেষে বিরহগুলো কিরকম
হয়ে গেলো আজ। ডাকসাইটে নীল
তলিয়ে গেলে ভিজে বাঁচে বর্ষা।
লবণের অভাবে ফণা তুলে শিখিয়ে
দেয় জোয়ারের কাহিনী,
এভাবেই গড়ে উঠেছিলাম তুমি আমি।
এই সব অভিমান দেখে মনে করনো যে
আমি তোমাকে ভুলেই গেছি,
কথাটা ওভাবে না নিলেও পারো।

লেখাঃ ২৯/৫/২০১৬ইং

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুন, ২০১৬ রাত ৯:৫১

কল্লোল পথিক বলেছেন: বাহ!বেশ হয়েছে।
কবিতায়+++++

২| ০৭ ই জুন, ২০১৬ রাত ১০:০১

বৈশাখের আমরণ নিদাঘ বলেছেন: আসলে কতজনই অনুগত হতে পেরেছে বলো,
ভুলপথে এসে ভিখিরির থলে আজ
ভরেনাই বলে দুঃখ পাবার কিছু নেই

অংক শিখিনি বলে
হিসেবের দরপতন ঘটতেই থাকে জীবনে।

ডাকসাইটে নীল
তলিয়ে গেলে ভিজে বাঁচে বর্ষা।

এই সব অভিমান দেখে মনে করনো যে
আমি তোমাকে ভুলেই গেছি,
কথাটা ওভাবে না নিলেও পারো।


দূর্দান্ত, ফ্যাবুলাস! কিছু কিছু লাইন চাবুক পুরাই, ৩ ইঞ্চি মর্টার না, ৩ ইঞ্চির বুলেট, কোনদিক দিয়ে ঢুকে কোনদিক দিয়ে বেরিয়ে গেলো বলে বোঝানো যাবে না। আর কোনও কথাও হবে না।

অনেক ভালোলাগা রইলো। :)

৩| ০৭ ই জুন, ২০১৬ রাত ১০:০৪

বিজন রয় বলেছেন: কথাটি সহজভাবে নিলেই হয়।
এটাই কবিতার মর্মমূল।
++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.