![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্বআছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। আমার সম্পাদিত লিটেল ম্যাগ কুয়াশা।
বাঁশ বাঁশ বাঁশ
গায়ে তার আঁশ
বাঁশের জন্ম কথা
করে দেবো ফাঁস।
বীজ নাই বিচি নাই
তবু বাঁশ হয়
এই নিয়ে চিন্তা করলে
ব্রেন ক্ষয় হয়।
গোড়াখানী কেটে রাখো
কান্ড কিছু নয়
মাটির নিচে পুঁতেই দেখো
বাঁশ ক্যাম্নে হয়।
এক থেকে থোপ
থোপ থেকে বাগান
এভাবেই বংশ বাড়ে
দেশের সমান।
লেখাঃ ১৬ /৪ /১৬ইং
রাতঃ১০.৪৯টা
বাগুড়া.....
©somewhere in net ltd.
১|
১৭ ই জুন, ২০১৬ বিকাল ৫:১৬
মানুষ বলেছেন: জীবনান্দ লিখেছিলেন ঘাস, আর আপনি লিখলেন বাঁশ। দুজনেই কবি।