![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্বআছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। আমার সম্পাদিত লিটেল ম্যাগ কুয়াশা।
বৃষ্টির চোখ নিয়ে শ্রাবণ কাঁদে,ওকে কাঁদতে দাও..
আকাশের গ্রন্থি ছিঁড়ে প্লাবন নামে নামুক।
।
স্যাঁতসেঁতে দূপুর ঈশ্বরকে শিখায় বৃষ্টিপাঠ
ওহে বৃষ্টি ! সঙ্গম শেষে ঢেলে দাও তারুণ্য
রোদমুদ্রা খেয়ে নিক বালিকার কান্না
কাঁদোয়া বালিকা বুনো হাঁস হয়ে
নদীতে গা ঢেলে দিচ্ছে অগোচরে।
।
শ্রাবণ! পাপ ছেঁকে জেহে ওঠে ব্যাঙের ডানায়।
ঘ্যাংগর ঘ্যাংগর ধ্বনিতে শ্রাবণরা ডানা মেলতে থাকে
জলমাখা রোদ হাঁটে উঠোনে
কদম্বের ঘ্রাণে বিকেল চেটে খায় বৃষ্টির শরীর।
সিঙ্গেল, নরম -শরম আষাঢ়ের জখম চোখে ভিনদেশী জল
গেরুয়া রঙা মেঘ আষাঢ়ের গায়ে হেলান দিয়ে কাঁদে।
।
সাপ পোকা মাকড়,অসুখ ছিটিয়ে
গর্তে গর্তে আনে পৃথিবী। পৃথিবী আজ শান্ত।
এই অাষাঢ়, এই শ্রাবণকে কাঁদতে দাও।
কবিরা কবিতা দিয়ে সঙ্গম করুক ধ্যান....
।
লেখাঃ১৭/৭/২০১৬ইং
©somewhere in net ltd.
১|
২৬ শে জুলাই, ২০১৬ ভোর ৬:১৮
শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর। শুভেচ্ছা জানবেন।