![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্বআছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। আমার সম্পাদিত লিটেল ম্যাগ কুয়াশা।
জিম্মিদশা
.
দ্বীপ সরকার
.
কবে থেকে টার্গেট
আর্টিজেন বেকারি
ফরেনার আড্ডায়
পেয়ে গেলো শিকারী ।
.
ছোরা চাকু বন্দুকে
ঢুকে গেলো দম্ভে
বুক নাক সই করে
গুলী চলে লম্বে।
.
প্লান বুঝে মেরে দিলো
গ্রেনেডের হামলা
গুনে গুনে বিদেশীদের
প্রাণ এখন সামলা।
.
আর্টিজেন নিয়ে বেশ
সারা দেশে রৈ রৈ
তবু কেউ বলে রাখে
এই দেশে জঙ্গী কৈ।
.
আই এস এই ফাঁকে
জিতে নিলো পরিচয়
ধর্মকে ইচ্ছেমত
মেনে নিলো কনভয়।
লেখাঃ ২/৭/১৬ইং
২| ০৩ রা আগস্ট, ২০১৬ রাত ৯:৪৯
দ্যা ফয়েজ ভাই বলেছেন: ছন্দ ভালো লাগলো
৩| ০৩ রা আগস্ট, ২০১৬ রাত ১০:১৮
ডা. অমিতাভ অরণ্য বলেছেন: গুলী চলে লম্ব.........এটা বুঝলাম না কবি।
৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০২
দ্বীপ ১৭৯২ বলেছেন: ধন্যবাদ সকলকে।
©somewhere in net ltd.
১|
০৩ রা আগস্ট, ২০১৬ রাত ৯:৪০
অয়ন নাজমুল বলেছেন: ভালই