নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্বআছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। আমার সম্পাদিত লিটেল ম্যাগ কুয়াশা।
তুমি নেই হে বঙ্গবন্ধু
স্মৃতির মিছিল হাঁটে চৈতন্যজুরে -নিঃশেষ হলে
তুমি নেই হে বঙ্গবন্ধু
রোদপড়া সূর্যের চিতা মহাযুগ ধরে একলা চলে
তুমি নেই হে বঙ্গবন্ধু
পদ্মা যমুনার গাঢ রঙে ইলিশের স্বাধীনতা আঁকি
তুমি নেই হে বঙ্গবন্ধু
পেখমমেলা স্বাধীন চিলকে স্বাধীনতা দিয়ে রাখি
তুমি নেই হে বঙ্গবন্ধু
দেশজুরে সাম্প্রাদায়িক আত্নারা বেরিয়েছে ফের
তুমি নেই হে বঙ্গবন্ধু
জঙ্গি নামের কালো বিড়াল ভুলকে গিলেছে ঢের
লেখাঃ১২/৮/১৫ইং
দ্বীপ সরকার
গয়নাকুড়ি, গোহাইল
শাজাহানপুর,বগুড়া।
০১৭১৯৭৫১৭৯২
©somewhere in net ltd.