![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্বআছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। আমার সম্পাদিত লিটেল ম্যাগ কুয়াশা।
তাকে ভুলে যাবার মানেই
জাতিকে ভুলে থাকা,
ইতিহাস নড়ে চড়ে বসেছে
ইতিহাসকে ঠকাবার কি আছে।
তুমি হয়তো বাঙালি হতে পারোনি
তবে দায় মুছবার জো নেই,
কারন পিতৃহীন থাকতে নেই বেশি দিন।
প্রেক্ষাপটে ইতিহাসের চশমায়
দ্রোহের লেন্সটা মনে করিয়ে দেয়
এখন ভুলে থাকা থেকে জাগ্রত হও
ভোর এসেছে রাতকে সরিয়ে দিয়ে।
হে জাতির জনক
প্রসঙ্গত ভুলে থাকি হয়তো তোমাকে
ক্ষুধার্ত মনে আর কতোটা মনে রাখা যায়
দ্রোহের ফোড়ন জাগে রুদ্রনালীতে।
লেখাঃ১৫/৮/১৬ইং
©somewhere in net ltd.
১|
১৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:০৭
কল্লোলিত সমুদ্র বলেছেন: জাতির জনকের প্রতি বিনম্র শ্রদ্ধা জা্নাই।