নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার বক্ষ জুড়ে মনের বসতি \nমনটা শুধুই প্রজাপতি....

দ্বীপ ১৭৯২

জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্বআছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। আমার সম্পাদিত লিটেল ম্যাগ‌ কুয়াশা।

দ্বীপ ১৭৯২ › বিস্তারিত পোস্টঃ

আমি পাথর হতে চাইলে

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৫০


আমি পাথর হতে চাইলে
তুমি এসে বল্লে হতেই পারো,
অতঃপর আমি পাথর হয়ে গেলাম
নিরেট, নিখাদ দগদগে নীলচে পাথর।
ইদানিং ক্রীমলেপ্টানো ব্রাশে
ক্র্যাশ করে ফেলি পাহাড়
কারন,আমি যে পাথর
অথবা পাথরের মতই।
.
আমার পিটের অপোজিটে
এখন ক্ষয়ে যায় ভিসুভিয়াস
আগুণলেপ্টানো গিরি বলে যাকে,
আমার অন্তরে গিরগিটের পেশাবে জন্মে গাঁজা
চোখ ছুঁয়ে জন্মে বিরহের অহংকার।
ঠিক এভাবেই পাথর থেকে নীল
নীল থেকে ধূসর বুক।
কারন আমি যে পাথর
অথবা পাথরের মতই।
.
নরকের ভয়ে ঝুলে থাকে  মাকড়াসা
আর আমি ঠিকই গ্রাহ্য করতে পারি 
গেরুয়ারঙা নরকমুদ্রা
কারন ইদানিং সহ্যের ঝুটি ধরেই বেড়ে উঠছি।
.
যে পাহাড়ে নিরঙ্কুশ বৈরীতার ঘাস জন্মাতো
পাথরেও এক সময় ফুটতো ফুল
পাথরময় এই আমিতে
ফুলেরা তাই আর ফোটেনা।
আমি পাথর হতে চাইলে
তুমি বল্লে হতেই পারো।
.
লেখাঃ ১২/৯/১৬ইং

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:২৩

রায়হানুল এফ রাজ বলেছেন: পাথর হওয়াও কিন্তু খুব কঠিন,

২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩৫

দ্বীপ ১৭৯২ বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.