![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্বআছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। আমার সম্পাদিত লিটেল ম্যাগ কুয়াশা।
অস্তিত্বের কাছে ফেরা হয়না আদৌ
কারন,জন্মের কাছে যেতে বৃদ্ধ হতেই হবে।
আস্তিত্বের যুক্তিতে যেতে যেতে
গন্তব্যের ঘাড়ে চেপে অজস্র গল্প আসে;
যেমন দৃষ্টিহীন থাকা এই অন্ধ অমাবস্যার
চরিত্রে সতীত্বের প্রশ্ন উঠতেই পারে,
কারন, ওখানে ওরা হস্তমৈথুন করে
নামাচ্ছিলো ধর্মের আন্ধকার।
অথবা বৈদ্যুতিক খুঁটি বেয়ে নেমে আসা
পূর্ণিমার রোদে এই ঘুঙুর খোলা আকাশের ভেতর
মগজ ধরে হাঁটে জোসনার পা।
দরিদ্রদের উঠোনে কখনই নামেনা পূর্ণিমার গল্প
কারন, উৎসের তলোয়ারে অস্তিত্বের শরীর
ক্ষতবিক্ষত সেখানে।
জানেন তো কবিতাগুলো আজকাল বায়বীয় নয়,
ক্ষীরসার স্তন ছুঁয়ে তাম্রলিপির অক্ষরগুলো
কবিতার শরীর বানায়।
.
লেখাঃ ১১/১০/১৬ইং
©somewhere in net ltd.
১|
১৭ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:০১
বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর লিখেছেন!![:)](https://s3.amazonaws.com/somewherein/assets/css/images/emot-slices_03.gif)