![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্বআছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। আমার সম্পাদিত লিটেল ম্যাগ কুয়াশা।
সারা রাত একটা বালিশহীন ঘুম;
চোখের রেটিনা থেকে খালি হচ্ছে সমুদ্র-
শুণ্য চারনভূমিও হবে বলে জানিয়ে গেলো
পৈত্রিক কিছু দুঃখ।
.
আজ আমি বলতেই পারি
আমার চোখ দুটো পোয়াতি মেঘের মত
ফেটে বেরোচ্ছে অজস্র গান্ধিপোকাড় ঘ্রাণ,
অথচ তার শরীরের দূর্গন্ধ বলে
মানুষ তাকে চোয়ানীখেকো পোকা ভেবে থাকে।
.
নর্দমার ভেতরে বেঁচে থাকার নকশা
ইঞ্জিনিয়ার মশাইয়ের জানা নেই,
কারণ ওখানে নাকি অভিজ্ঞতার মিছিল বের
হলে মৃত্যু আসে আগে।
ওখানেই যাবার প্রয়োজন আমার,
একটা মৃত্যুর প্রয়োজনে
ঢেলে খাই ঋতুবতী বালিকার নিঃশ্বাস।
.
আজ আমার মনে দারুন খরা
পৈত্রিক দুঃখগুলো দলিলে সই করে
দখল করে নিচ্ছে আমাকে।
.
আমি কি তবে ঈশ্বরের মাটিতে ঢেলে দেবো খরা
ওখানেই না হয় ভেজে উঠুক সমুদ্রের চোখ।
.
লেখাঃ১০/১১/১৬ইং
২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৩৫
দ্বীপ ১৭৯২ বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২১ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:১৭
ভ্রমরের ডানা বলেছেন:
কবিতার নিষাদে আসমান গাঢ়, ভেজা হাওয়ার মত হাওরের বাতাস! দুরন্ত প্রকাশ!