নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্বআছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। আমার সম্পাদিত লিটেল ম্যাগ কুয়াশা।
জোনাকীর পিঠ থেকে যখন ধেয়ে আসে
আঁধারের পালক
চারপাশ বিবস নগরীর ঘুম নামে তখন
অথচ রাতগুলো শুনতে চায়নি কখনো
বেদখল হওয়া একটা রাজ্যের গল্পোঃ
প্রেমিকাকে একদা একটা রাজ্যই ভাবতাম-
যার কেশগুলো বেয়ে নেমে আসতো
অমাবস্যার তৈলচিত্র,
মন থেকে ফলতো লেজকাটা টিকটিকির
মতোন রক্তহীন ফসল,
সে কিনা ভুল বুঝে অমাবস্যার চরিত্রে
সতীত্বের প্রশ্ন তোলে আজ।
জানোতো,অমাবস্যা নামলেই
যাদুকরেরা নেমে আসে ঈশ্বরের পায়ে,
জঙ্গল হয়ে ওঠে ভয়ানক ঘুঙুর পরা বঁধু।
এসো হে ব্যক্তিগত আমার পোষা পাখি-
এই আঁধার, এই জঙ্গল ছেড়ে
দুজনেই উড়ে উড়ে সঙ্গম শিখি
মনুষত্বের পিঠে চরে মানুষ হয়ে উঠি
©somewhere in net ltd.
১| ১৯ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৫
চাঁদগাজী বলেছেন:
কথায় কথা বাড়ে, অকাজের দোকান খোলে