নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্বআছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। আমার সম্পাদিত লিটেল ম্যাগ কুয়াশা।
ঠিক উন্মুক্ত শরীর, বাদাম চেরা স্তন বেয়ে
আসা ক্লীব লিঙের আত্না,
অসম্ভব ভয়ের বেড়াল ঝাঁপিয়ে পড়ে যেনো,
জড়বস্তুও আচনক খুলে ফেলে চোখ।
.
দয়িতার নাটকে ধর্মের জয় দেখে অধর্মের চোরাবালি কান্না,
আমরা গুটিকতক চিত্রানদীর জোসনা,
পালকহারা থৈ থৈ রাত্রীর সংসারে অতিথি পাখি,
জিব্রীলের ডানায় চরে মুখ লুকিয়ে আসা
শামুক বড্ড উপার্জনমুখি প্রাণী মনে হচ্ছিলো -
কি সুন্দর ধীরে ধীরে ভিড় চিরে
পথিক বেভুল যেমন চরাচরে।
.
এমনটাই ভাবি এখন। মানচিত্র ঘুমালে
এমন ভয়াল বেড়াল ঝাঁপিয়ে পড়ে কিনা।
একাত্তরে যেমন মানচিত্রকে ঘুমাতে দেয়নি কেউ কেউ....
.
লেখা ৪/৩/১৬ইং
২| ২৮ শে মার্চ, ২০১৭ দুপুর ১:১৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল লাগা রইল কবিতায়
৩| ২৮ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:০৮
দ্বীপ ১৭৯২ বলেছেন: ধন্যবাদ দুজনকেই।
৪| ২৮ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:১৪
রাজীব নুর বলেছেন: আর একটু চেষ্টা করুন, দেখুন গুছিয়ে লেখা যায় কিনা।
©somewhere in net ltd.
১| ২৮ শে মার্চ, ২০১৭ দুপুর ১:০০
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার।
ভালো থাকবেন নিরন্তর। ধন্যবাদ।