![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্বআছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। আমার সম্পাদিত লিটেল ম্যাগ কুয়াশা।
কবিতা মানেই প্রেম বিরহ,সুখ দুঃখ,প্রকৃতি ;
অথচ একটা কথা বলতেই হয়
লাশকাটা ঘরের কোন প্রাণ নেই,
কারন,ওখানে অস্ত্রের যুক্তি চলে।
লাশ কাটার চাকু, কুড়াল,দা, ছুরি,
দূর্গন্ধময় নিঃশ্বাস,ভয়,
এই সবও কবিতা হতে পারতো-
তাকে যদি কবিতা ভেবে
সবুজ চাকু দেই
সবুজ কুড়াল দেই
এবং আলো বাতাস ভর্তি একটা ঘর দেই।
লেখাঃ ২৯/১২/২০১৬
২| ১১ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:২৯
অতঃপর হৃদয় বলেছেন: সুন্দর কবিতা!! হতে পারত না হয়ে গেছে।
৩| ১১ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:২৭
ধ্রুবক আলো বলেছেন: সুন্দর কবিতা +
©somewhere in net ltd.
১|
১১ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:১৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: সবুজ চাকু দিয়ে কাটলে কি রক্ত সবুজ হবে
সুন্দর কবিতা