![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্বআছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। আমার সম্পাদিত লিটেল ম্যাগ কুয়াশা।
চেনা পথটা হারিয়ে গেছে
অচেনাপথটা মৃতঃ
এক পথে ঘোলাটে কাদা ঘাপটি মেরে থাকা-
আরেকটা সংক্রামকবাহী ধুলো,
যে পথটা হারিয়ে ফেলেছি তা ছিলো
তরমুজ চেরা নদীপথ -
নদীর নাম যমুনা এক্সপ্রেস,
রঙিন ও সারি সারি কদম্বের কোরাস,
এই পথেই আমার ডুবে যাওয়া টাইটানিকটি
আর খুঁজে পাইনি।
বাঁকিসব অচেনা পথে
ধূলোসাঁতারে হাবুডুবু খাচ্ছে বিব্রত নাবিক-
বেকুব তরমুজ এক মিথ্যা নদী -
এখানে ঘাপটি মেরে থাকা তরমুজের বিচিগুলো
সকাল থেকেই খেসারত দিচ্ছে-
'ভুল পথ জন্মালে অপরুপ মিথ্যাদের সাহস বেড়ে যায়,
লেখাঃ ২২/৪/২০১৭ইং
©somewhere in net ltd.