নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার বক্ষ জুড়ে মনের বসতি \nমনটা শুধুই প্রজাপতি....

দ্বীপ ১৭৯২

জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্বআছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। আমার সম্পাদিত লিটেল ম্যাগ‌ কুয়াশা।

দ্বীপ ১৭৯২ › বিস্তারিত পোস্টঃ

কাব্যালোচনা / তাপস বিশ্বাস

২১ শে জুন, ২০১৭ দুপুর ২:১৬

গোখরা/ দ্বীপ সরকার
'' তখনও জীবিত ছিলাম -
যতক্ষণ লেজটা কিঞ্চিত অবশিষ্ট ছিলো,
আমি এই রকমই একটি প্রগতিশীল সাপ।

আমি খুব সাদাসিধে -ভীষণ পরিপাটি,
জড়তা ভাঙা স্বভাবে হাঁটি,
ঈশ্বর ছায়া ভুলে আমার পথে আসে।
আমিও ক্রমশঃ এঁকে বেঁকে সামাজিক হই ।,,,


কবিতার মূল ভাবঃ
----------------------------
গোখরা খুব বিষধর সাপের নাম।কবি লেখকগন বিষধর সাপের মতই শক্তিশালী তাদের কলমযুদ্ধ। তথাপি কবি নিজেকে খুব সঙ্কাবোধ থেকে বলতে চেয়েছেন - এদেশে সামাজিক এবং রাষ্ট্রীয় ব্যবস্থার কাছে কবির মত এদেশে সহস্র নরম এবং সহজ সরল মানুষ পুঁজিবাদী মহাদানবের কাছে অসহায়। সাপের মত লেজ গুটিয়ে নিজেদের সামলিয়ে নিচ্ছে । কবি সাহিত্যিকগন স্বভাবতঃ প্রগতিশীল ও সৃজনণশীল মানুষ। এহেন দাবী থেকেও কবি নিজেকে রক্ষা করছেন ।কবির দাবির পক্ষে এদেশের সকল মানুষ। তাই ঈশ্বরও নিজের গতি থেকে আমাদের দাবির সাথে মিলিয়ে দিয়েছেন তার প্রসারিত হাত। অর্থাৎ ঈশ্বরও ভালোবাসেন আমাদের।


আমিও ক্রমশঃ এঁকে বেঁকে সামাজিক ইইঃ

এই শ্লোক দ্বারা বুঝানো হয়েছে, যেহেতু গোখরা হিসেবেই কবি নিজেকে ধরে নিয়েছেন তাই কবি সকল পুঁজিবাদী, নেতৃত্ববাদী মহাদানবদের সামাজিক হওয়ার আহবান জানিয়েছেন।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে জুন, ২০১৭ বিকাল ৩:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর
বুঝিয়ে দেয়ার জন্য ধন্যবাদ

২| ০৩ রা জুলাই, ২০১৭ সকাল ১১:৩১

দ্বীপ ১৭৯২ বলেছেন: ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.