![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দ্বীপ সরকার। জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্ব আছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। সম্পাদিত লিটেল ম্যাগ, কুয়াশা। প্রকাশিত বই ৫টি। ভিন্নভাষার গোলাপজল ২০১৮। ডারউইনের মুরিদ হবো ২০১৯। ফিনিক্স পাখির ডানা ২০২০। জখমগুচ্ছ ২০২৩। বুবুন শহরের গল্প ২০২৪।
আজকে একটা বার্মিজ সেন্ডেল কিনছিলাম।শানু আমাকে বললো ''বর্ষার দিনে এটাই ঠিক,,
আমি সেন্ডেল কিনে পুরনো সেন্ডেল দুটো প্যাকেটে উঠিয়ে নতুন জোড়া পায়ে দিয়ে হাঁটছিলাম। সত্যিই দেখি সেন্ডেলের নিচে বৃষ্টিশাবকদের সার্কাস , বৃষ্টিরশাবকদের নিচে পিচালো রাস্তাগুলো হুমড়ি খেয়ে পড়ছে।
.
সেন্ডেলের নিচে থেঁতলে যাওয়া বৃষ্টিরা বিষম প্রাণী যেনো,আজন্মই শিৎকারের গন্ধ মাখা ফুরফুরে মেজাজে মথিত হতে থাকা প্রাণী। আমার বার্মিজের সেন্ডেলদ্বয় গুড়ি গুড়ি বৃষ্টিতে দ্রুতগামী অশ্বারোহী।
.
লেখাঃ২৮/৬/২০১৭ইং
২| ০৩ রা জুলাই, ২০১৭ দুপুর ১:০৬
দ্বীপ ১৭৯২ বলেছেন: তাই!
আপনাকে ধন্যবাদ অফুরান
৩| ০৩ রা জুলাই, ২০১৭ দুপুর ১:০৬
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ভালোই উপভোগ করছেন মনে হচ্ছে!
৪| ০৩ রা জুলাই, ২০১৭ দুপুর ১:০৮
দ্বীপ ১৭৯২ বলেছেন: হাঁ ভাই।
৫| ০৪ ঠা জুলাই, ২০১৭ বিকাল ৩:৫৮
রাজীব নুর বলেছেন: দুঃখজনক।
৬| ২৪ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৩০
দ্বীপ ১৭৯২ বলেছেন: ধন্যবা
©somewhere in net ltd.
১|
০৩ রা জুলাই, ২০১৭ সকাল ১১:৩৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর গদ্য কবিতা। আমারও আজ অফিসে আসতে এমনমনে হয়েছে যেনো টেঙড়া পুটি লাফাচ্ছে পিচ ঢালা পথে