![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্বআছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। আমার সম্পাদিত লিটেল ম্যাগ কুয়াশা।
আমি এবং আমরা বাচক সর্বনাম
.
ঠোঁট দুটো ভিজিয়ে নিচ্ছে নিক-
কিছু দৈবাক নিয়ম তো থাকেই,
যুগ পরিমান সময় কেটে গেছে
সম্বোধনহীন, নামহীন - পরস্পর,
.
এক সকালে উচ্ছাসের পানপাতার রসে
ঢেলে দিচ্ছিলাম ধূসর পারদ
পারদগুলো বিলীন হচ্ছে পানরঙা সবুজে -
সাথে কিছু অভিমানও।
পারদটা ঠিক তোমার ধূসরিত লিপিস্টিক বিষয়ক,
তোমার প্রস্তুতে রাখা ঠোঁটে আদৌ ফুটলোনা বসন্ত,
কেবল গ্লাসভর্তি হেমলকে সাঁতরিয়ে বেড়ায় দুঃখফাঁপড়,
তোমার ঠোঁটে রোদ ফুটতে দেখে
আমার চুম্বনছায়াও আড়াল হতে থাকে।
.
যখন প্রকট বাতাসে ঘাই মারে তীরে
তখনও প্রণয় সাঁকো ধরে আমি এবং আমরা বাচক
সর্বনাম দাঁড়িয়ে আছিতো - আছিই।
.
লেখাঃ ২৭/১/১৮ইং
©somewhere in net ltd.
১|
২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৫
রাজীব নুর বলেছেন: আর একটু গুছিয়ে লিখতে চেষ্টা করুন।