![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্বআছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। আমার সম্পাদিত লিটেল ম্যাগ কুয়াশা।
পাপফুল
জন্মিলে মরতে হয়
আমরা মৃত্যুকে নিয়ে ভাবি
এভাবে ভাবতে ভাবতে এক সময়
নামাজ আসে,সাওম আসে,হ্জ্ব আসে
বোধ ও বিবেচনার গাছে জন্মে তাক্বয়া নামক ফুল
ভয় এসে উঁকি দিতে শেখায় পাঁচ ওয়াক্ত নামাজে
তারপর দেখি নামাজের শরীরে হাত পা জন্মাচ্ছে
এভাবে সাওম ও হজ্বের শরীরেও
নামাজের মনে নামাজ চলে যাচ্ছে
সাওমের মনে সাওম চলে যাচ্ছে
হজ্বের মনে হজ্বও
আমরা তাদের চলে যাওয়া দেখতে দেখতে
ফের তাক্বওয়াহীন হই
মৃত্যুকে ভুলে যাই
ঘর সংসারে মন দেই
তাক্বওয়াফুল মরে যেতে যেতে ওখানে জন্মে পাপফুল
পাপফুলের গন্ধ নেই
দৃশ্যত ফুল চরিত্রের ভুল নায়ক
২৩ শে মে, ২০২২ সকাল ১০:০৮
দ্বীপ ১৭৯২ বলেছেন: ভালোবাসা
©somewhere in net ltd.
১|
২৩ শে মে, ২০২২ রাত ১২:০১
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।