![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্বআছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। আমার সম্পাদিত লিটেল ম্যাগ কুয়াশা।
চোখ ও শ্রাবণধারা
চোখের জল কি কখনও যায় মাপা?
চোখের ভেতর অনেক গভীর,একটু একটু ফাঁপা
গভীর থেকে আরও গভীর-প্রাচীন মহাসাগর
কাঁদতে গিয়ে ভেসে ওঠে প্রাচীন একটি পাথর
সেই পাথরটায় লেখা আছে কষ্ট আর বেদনা
একটি প্রেমের গল্প এটা-অনেকেই ঠিক চেননা
নাম ঠিকানা লেখা আছে,আছে চোখটা আঁকা
আমার ভেতর মহাশূন্য-আমার ভেতর ফাঁকা
চোখে আমার ঘন কুয়াশা,বোশেখজুরে বৃষ্টি
চোখে আমার শ্রাবণধারা,এটাই হচ্ছে কৃষ্টি
মেঘ সিথানের পায়ের কাছে পড়ে আছে ফুল
সেই ফুলটার গন্ধ আছে, আছে অনেক ভুল
২৫ শে মে, ২০২২ সকাল ৮:৫৩
দ্বীপ ১৭৯২ বলেছেন: ভালোবাসা
২| ২৫ শে মে, ২০২২ সকাল ১১:২৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: চমৎকার লিখেছেন।
২৫ শে মে, ২০২২ দুপুর ২:৫৮
দ্বীপ ১৭৯২ বলেছেন: ভালোবাসা
৩| ২৫ শে মে, ২০২২ দুপুর ১:৪১
রাজীব নুর বলেছেন: সুন্দর আবেগ থেকে সুন্দর কবিতা।
২৫ শে মে, ২০২২ দুপুর ২:৫৯
দ্বীপ ১৭৯২ বলেছেন: ভালোবাসা
৪| ২৫ শে মে, ২০২২ বিকাল ৩:১৯
মোহাম্মদ গোফরান বলেছেন: ভাল কবিতা।
২৫ শে মে, ২০২২ রাত ৮:৪০
দ্বীপ ১৭৯২ বলেছেন: ভালোবাসা সব সময়
©somewhere in net ltd.
১|
২৫ শে মে, ২০২২ সকাল ৮:৩৯
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর কবিতা।