![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্বআছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। আমার সম্পাদিত লিটেল ম্যাগ কুয়াশা।
বৃষ্টির পিতামহ
সূর্য ডুবে যাচ্ছে দেখে-
হাঁটি হাঁটি পা পা করে নিম্নগামী হতে থাকে
দূরের বেলুন
সূর্যের নিকটতম প্রতিবেশি আকাশের বংশধরেরা
বেলুনের শাঁই শাঁই হয়ে নিশ্চুপ বাতাস-
মাঠের গরু হাম্বা হাম্বা করে
রিলিফের ঘাস থেকে মুখ উঠোয়
কৃষক ফেরে আজান শুনে-নীড়ে
ঋতুর ডাকে মধ্য বয়সী শ্রাবণের ঝাঁক-
গোপনে বিয়োয় বৃষ্টির কোরাস
রাতভর্তি সময় খুললে অবিক্রিত কিছু অন্ধকার
বৃষ্টিদের বিপণনী বিতান
ফিরে যাবার আগে-
সূর্য ডুবে যাচ্ছে দেখে
কিছু হিতৈষী ধূ ধূ ভিজে যাচ্ছে
সীমানার দেয়ালে সম্প্রতি কারা প্রসব করেছিলো
তারাই প্রকৃত বৃষ্টির পিতামহ
২৬ শে মে, ২০২২ দুপুর ১২:৫৩
দ্বীপ ১৭৯২ বলেছেন: ভালোবাসা নিবেন
২| ২৬ শে মে, ২০২২ সকাল ১১:৪৬
আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার এক ভাবনার প্রকাশ কবি দা
কেমন আছেন ভাল থাকবেন---------
২৬ শে মে, ২০২২ দুপুর ১২:৫৪
দ্বীপ ১৭৯২ বলেছেন: লিটন ভাইকে বহুদিন পর খুঁজে পেলাম
৩| ২৬ শে মে, ২০২২ দুপুর ১২:১১
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর কবিতা।
ধূ ধূ ভিজে যাচ্চে না যাচ্ছে হবে?
২৬ শে মে, ২০২২ দুপুর ১২:৫৬
দ্বীপ ১৭৯২ বলেছেন: যাচ্ছেই হবে ভাই
ধন্যবাদ
৪| ২৬ শে মে, ২০২২ দুপুর ১২:৩০
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: আপনি কি কবিতার বই বের করেছেন?
২৬ শে মে, ২০২২ দুপুর ১২:৫৭
দ্বীপ ১৭৯২ বলেছেন: ভালোবাসা নিবে
তিনটি বই.....
৫| ২৬ শে মে, ২০২২ দুপুর ১২:৩৭
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: কবিতা সুন্দর হয়েছে।
৬| ২৬ শে মে, ২০২২ দুপুর ১:৪৬
রাজীব নুর বলেছেন: কবিতা মানুষ কেন লিখে?
২৬ শে মে, ২০২২ দুপুর ২:২৪
দ্বীপ ১৭৯২ বলেছেন: না জেনে বুঝে ল্যাখে।
৭| ২৬ শে মে, ২০২২ দুপুর ২:৪৪
মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর কবিতা
২৬ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:৫৩
দ্বীপ ১৭৯২ বলেছেন: ভালোবাসা
৮| ২৬ শে মে, ২০২২ বিকাল ৩:৪৭
পদাতিক চৌধুরি বলেছেন: বৃষ্টি বিলাসের নানান অনুভূতি বেশ লাগলো।
শুভকামনা রইলো।
২৬ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:৫৫
দ্বীপ ১৭৯২ বলেছেন: ভালোবাসা
৯| ২৬ শে মে, ২০২২ বিকাল ৪:৩০
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে
২৬ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:৫৬
দ্বীপ ১৭৯২ বলেছেন: valobasa
১০| ২৬ শে মে, ২০২২ বিকাল ৪:৫৪
রোবোট বলেছেন: বৃষটির দাদা তো বুড়া মানুষ। ওনার শরীরের যত্ন নিবেন।
২৬ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:৫৭
দ্বীপ ১৭৯২ বলেছেন: ভালবাসা
©somewhere in net ltd.
১|
২৬ শে মে, ২০২২ সকাল ১১:২০
মিষ্টি লবণ বলেছেন: ঋতুর ডাকে মধ্য বয়সী শ্রাবণের ঝাঁক-
গোপনে বিয়োয় বৃষ্টির কোরাস।
।
।
।
অসাধারন।