![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্বআছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। আমার সম্পাদিত লিটেল ম্যাগ কুয়াশা।
ধূসর মিনি
কে যেনো এসেছিলো -ত্রস্তপায়ে
কপালের কাছে বসে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে
ঢেলে দিচ্ছিলো শ্রাবণধারার শন শন-
বহু দিন পর শীতল স্পর্শ খুলে
ভিঁউ নিড়ানীর মতো করে চুল কেটে দিচ্ছে
কি সব ফিসফিসানি -
বাজে কথা বলা বন্ধ করো এবার
এবার ক্রমাগত আমি বকে যাবো তোমায়
রহস্যাবৃত থেকে গজিয়ে ওঠে বায়বীয় চোখ
কে বা কারা সেই চোখের রাণী
"বউ কথা কও" পাখিদের চিত্তরঞ্জন মূলক গান
ঘুমের আড়তে নির্ঘুম রাতের ছটফটানি
আমি আর ঘুম বিরোধপূূর্ণ সাবলেট
মাঝে মাঝে-
কেউ আমাকে ভ্রু ছোঁবে বলে দৃষ্টিতে রেখেছিল হাসির শিস
চুল চটকাতে চটকাতে দরীদ্র গোছের প্রেম খুলে বলে-
আমি কবে থেকে হলেম অচেনা ?
আমি বলি-
আমি চিনি গো, চিনি, চিনি
অন্ধকার চিরে এক ধূসর মিনি
২৯ শে মে, ২০২২ রাত ৯:৪৫
দ্বীপ ১৭৯২ বলেছেন: ভালোবাসা নিবেন।
২| ২৯ শে মে, ২০২২ রাত ৯:৫৭
সোনাগাজী বলেছেন:
এর আগের পোষ্টে দেয়া কবিতাটাও আমি পড়েছিলাম, ভালো লেগেছিলো; কিন্তু কিছু তখন বলিনি। দেখি, আরো কিছুদিন লাগবে আপনার ভাবনা ইত্যাদি বুঝতে।
৩০ শে মে, ২০২২ ভোর ৬:৩০
দ্বীপ ১৭৯২ বলেছেন: জ্বি,অবজার্ভ করা প্রয়োজন
৩| ৩০ শে মে, ২০২২ রাত ১২:৪৪
মোহাম্মদ গোফরান বলেছেন: ভালো লাগলো।
৩০ শে মে, ২০২২ ভোর ৬:৩২
দ্বীপ ১৭৯২ বলেছেন: ভালোবাসা
৪| ৩০ শে মে, ২০২২ রাত ১২:৪৫
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
৩০ শে মে, ২০২২ ভোর ৬:৩৩
দ্বীপ ১৭৯২ বলেছেন: ভালোবাসা সব সময়।
৫| ৩০ শে মে, ২০২২ দুপুর ১২:৩১
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর কবিতা।
৩০ শে মে, ২০২২ দুপুর ১:৫৮
দ্বীপ ১৭৯২ বলেছেন: valobasa
৬| ৩০ শে মে, ২০২২ দুপুর ১২:৩৪
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: অসাধারণ কবিতা। কবিতায় ভালোলাগা রইলো অফুরন্ত।
ভালো থাকুন নিরন্তর।
৩০ শে মে, ২০২২ দুপুর ১:৫৯
দ্বীপ ১৭৯২ বলেছেন: ভালোবাসা
৭| ৩০ শে মে, ২০২২ বিকাল ৪:১৫
মরুভূমির জলদস্যু বলেছেন: কবিতা ভালো হয়েছে।
৩০ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:২৭
দ্বীপ ১৭৯২ বলেছেন: ভালোবাসা
©somewhere in net ltd.
১|
২৯ শে মে, ২০২২ রাত ৮:৩৩
জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: কবিতা ভাল লিখেছেন।