![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্বআছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। আমার সম্পাদিত লিটেল ম্যাগ কুয়াশা।
পৃথিবী যেনো এক বনসাই লাউ
লাউ বনে গিয়ে দেখি কিছু বেঢপা লাউ
আমাকে ঈঙিত করে শিস দিচ্ছে
আমি ফিরে ফিরে লাউয়ের শরীর দেখি
শরীর বেয়ে ধেয়ে ধেয়ে আসছে পৃথিবীর মতো জটিলতা
লাউটা বৃত্তাকার-
প্রত্যেকটি লাউ যেনো একেকটি পৃথিবী
পৃথিবীর মতো গোল বলে তাকে গ্লোবাল ভাবি
নিজস্ব স্বকিয়তা নিয়ে লাউ
দিনে দিনে
ধীরে ধীরে
বড় হতে হতে একদিন ঠিকই পৃথিবীময়
আমি এবং কিছু ঝোপঝাড়
বিকেলের নিকটে এই লাউবনের ব্যাখ্যা শুনাতে শুনাতে
পৃথিবীটা কখন বনসাই লাউ হয়ে গেলো
টেরই পাইনি-
০২ রা জুন, ২০২২ বিকাল ৩:৫০
দ্বীপ ১৭৯২ বলেছেন: ধন্যবাদ
২| ০২ রা জুন, ২০২২ বিকাল ৩:০০
আরইউ বলেছেন:
বৃত্তাকার লাউ... লাউবন... শিষ দেয়া লাউ... খাইসে!!!
০২ রা জুন, ২০২২ বিকাল ৩:৫১
দ্বীপ ১৭৯২ বলেছেন: ধন্যবাদ
৩| ০২ রা জুন, ২০২২ বিকাল ৩:০৫
ছাকিব নাজমুছ বলেছেন: বাহ!
০২ রা জুন, ২০২২ বিকাল ৩:৫১
দ্বীপ ১৭৯২ বলেছেন: ভালোবাসা
৪| ০২ রা জুন, ২০২২ বিকাল ৩:৫৫
রাজীব নুর বলেছেন: লাউ তো বাঙ্গালির প্রিয় সবজি।
০২ রা জুন, ২০২২ বিকাল ৪:৫১
দ্বীপ ১৭৯২ বলেছেন: ধন্যবাদ
৫| ০২ রা জুন, ২০২২ বিকাল ৪:৪১
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে
০২ রা জুন, ২০২২ বিকাল ৪:৫৩
দ্বীপ ১৭৯২ বলেছেন: ভালোবাসা
৬| ০২ রা জুন, ২০২২ বিকাল ৫:০৯
সোনাগাজী বলেছেন:
আপনার লেখায় কি আছে, কোন ভাবনা, কোন কথা, কোন ধারণা, কোন রূপক, কি আছে?
০২ রা জুন, ২০২২ রাত ৮:০৮
দ্বীপ ১৭৯২ বলেছেন: শিখতাছি
৭| ০২ রা জুন, ২০২২ সন্ধ্যা ৭:২৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সাবলীল লেখা। বোঝার চেষ্টা করকাম, কী বোঝাতে চেয়েছেন। কিছু একটা ক্লু দিন।
০২ রা জুন, ২০২২ রাত ৮:১০
দ্বীপ ১৭৯২ বলেছেন: কবিতাটা এমনিতেই সোজাসাপ্টা
ক্লু দেয়ার তেমন কিছু দেখছিনা
৮| ০২ রা জুন, ২০২২ রাত ৯:২১
মরুভূমির জলদস্যু বলেছেন: লাউ!!!
০৩ রা জুন, ২০২২ সকাল ৮:৫৪
দ্বীপ ১৭৯২ বলেছেন: ♥♥
©somewhere in net ltd.
১|
০২ রা জুন, ২০২২ দুপুর ২:৫৭
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর।