![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দ্বীপ সরকার। জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্ব আছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। সম্পাদিত লিটেল ম্যাগ, কুয়াশা। প্রকাশিত বই ৫টি। ভিন্নভাষার গোলাপজল ২০১৮। ডারউইনের মুরিদ হবো ২০১৯। ফিনিক্স পাখির ডানা ২০২০। জখমগুচ্ছ ২০২৩। বুবুন শহরের গল্প ২০২৪।
চক্র
কেউ শিশুকাল এড়িয়ে যেতে পারেনি
শিশুকালই প্রকৃতপক্ষে মানুষকাল
শিশু যখন উঠোনে হামাগুড়ি শেখে-
হাত আর হাঁটু একাকার করে
প্রজাপতির মতো ওড়ে,
ফেরেস্তা চিমটি কাটলে
শিশুটি কান্না আর হাসির মধ্যবর্তী
সময় পেরোচ্ছে-বোঝা যায়
মানুষ সরলরেখার মতো জন্মে না-
অনেক জন্ম-পরস্পর থেকে ভিন্ন ভিন্ন,
সোজা পথ নেই কোথাও-চক্রাকার,
চ্যাপ্টা ও সরু পথ কোথাও কোথাও
অনেক পথের শেষ থাকে না
শিশু.কৈশর.যুবক
অতঃপর বিরাম চিহ্নের কাছে এসে
থেমে যায় সব গতির পা
you can visit my my magazine.... link
০৯ ই জুন, ২০২৫ সকাল ১১:১৪
দ্বীপ ১৭৯২ বলেছেন: ধন্যবাদ
২| ১১ ই জুন, ২০২৫ সকাল ১১:৩৮
রাজীব নুর বলেছেন: ভালো।
১৯ শে জুন, ২০২৫ দুপুর ১:৫২
দ্বীপ ১৭৯২ বলেছেন: ধন্যবাদ ভাই
©somewhere in net ltd.
১|
০৬ ই জুন, ২০২৫ রাত ৯:১৪
এইচ এন নার্গিস বলেছেন: বাহ ,সুন্দর লিখেছেন ।