![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দ্বীপ সরকার। জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্ব আছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। সম্পাদিত লিটেল ম্যাগ, কুয়াশা। প্রকাশিত বই ৫টি। ভিন্নভাষার গোলাপজল ২০১৮। ডারউইনের মুরিদ হবো ২০১৯। ফিনিক্স পাখির ডানা ২০২০। জখমগুচ্ছ ২০২৩। বুবুন শহরের গল্প ২০২৪। https://mkuasha.blogspot.com/2025/03/kuasha.html
বেদুঈন পাখিরা
এক অদৃশ্য ‘আলো’ আমার প্রিয়তমা। তার কাছে যেতে চেয়েছিলাম,যাইনি। যাওয়াগুলোকে-কে বা কারা আটকে দিয়েছে। অথচ,বনহংসিগণ যেয়ে-ফিরে এসেছে প্রথম বিশ্বযুদ্ধের মৃত্যুদুয়ার থেকে। এই যে, যাওয়াগুলো যায় আবার ফিরে আসে- জেনেও ,আমি আকাশ সাঁতরানো শিখিনি। পাখি হতে যেয়ে মেঘের সাঁতার দেখে আর পাখি হইনি। যদিও,পাখিরা মাড়িয়ে যাচ্ছে বি-২ জেডবিমান-
ইচ্ছেরা কেমন করে যায়,জানা নেই। এই পথ অভমিানস্রোতে মাখা। সে আমার‘আলো’-বহুদিন দেখিনা। বহুদূর পথের বেদুইন পাখিরা যেরুপ করে রূপোর আকাশে-রূপোর ডানা ছড়িয়ে দিচ্ছে। আমি একটা পাখিকে বলেছিলাম,সামনে কোন এক মেঘের দিনে আমাকে আমার ‘আলো’র কাছে নিয়ে যেও বন্ধু।
১০ ই জুলাই, ২০২৫ দুপুর ১২:০৩
দ্বীপ ১৭৯২ বলেছেন: কেন?
২| ২৮ শে জুন, ২০২৫ রাত ৮:৫৯
মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতা ভালো লেগেছে।
১০ ই জুলাই, ২০২৫ দুপুর ১২:০৩
দ্বীপ ১৭৯২ বলেছেন: ধন্যবাদ ভাই
৩| ৩০ শে জুন, ২০২৫ সকাল ১০:৪৫
রাজীব নুর বলেছেন: কবিতা পাঠ করিলাম।
১০ ই জুলাই, ২০২৫ দুপুর ১২:০৪
দ্বীপ ১৭৯২ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৮ শে জুন, ২০২৫ বিকাল ৫:৪৫
ওমর খাইয়াম বলেছেন:
বিরক্তিকর।