![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দ্বীপ সরকার। জন্মঃ ১লা মার্চ ১৯৮১ ইং। গ্রাম-গয়নাকুড়ি। বগুড়া জেলার শাজাহানপুর থানা। পিতা-মৃত হাবিবুর রহমান। মাতা-আলহাজ্ব আছিয়া বিবি। মুসলিম পরিবারে জন্ম। গ্রাজুয়েশন সম্পন্ন ১৯৯৯ ইং। সম্পাদিত লিটেল ম্যাগ, কুয়াশা। প্রকাশিত বই ৫টি। ভিন্নভাষার গোলাপজল ২০১৮। ডারউইনের মুরিদ হবো ২০১৯। ফিনিক্স পাখির ডানা ২০২০। জখমগুচ্ছ ২০২৩। বুবুন শহরের গল্প ২০২৪।
কুয়াশা বিশ্বের বাংলাভাষাভাষীদের মধ্যে সাড়া জাগানো অনলাইন ব্লগজিন। কুয়াশা ২০১১ খ্রীষ্টাব্দ হতে আজ অবধি নিরবিচ্ছিন্নভাবে বড় সাহিত নিয়ে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ,ভারতের বাংলা অঞ্চলগুলো,নিউইয়র্ক সহ বিভিন্ন দেশের প্রচুর ভিজিটর আসে এবং বিভিন্ন কন্টেন্ট পড়েন। কুয়াশা সব সময় প্রবীণ এবং নবীনদের সেতুবন্ধন হিসেবে কাজ করে। কনটেন্ট বিচারে কুয়াশা কখনই আপোস করে চলে না। অবশ্যই কবি বাং লেখকদের মুখ/ফোকাসিটি দেখে লেখা নির্বাচন করে না বরং লেখার গুণগতমান বিচারশীর্ষে রাখে।
এখানে লিখতে হলে তাকে প্রথমতঃ ভালো লেখা দিতে হবে। গদ্য পদ্য কবিতা গল্প প্রবন্ধ নিবন্ধ সাক্ষাৎকার ভ্রমণ সাহিত্য ছড়া যে কেউ পাঠাতে পারে। পত্রিকার মেইল এড্রেসে বা সম্পাদকের সাথা কথা বলে তার ইনবক্সে। যে কোন ব্রাউজার থেকে গুগলে কুয়াশা বা kuasha লিখে সার্চ দিলেই পত্রিকা পাবেন।
[email protected]
পত্রিকার লিংক kuasha
সম্পাদক ও প্রকাশক
দ্বীপ সরকার
০১ লা অক্টোবর, ২০২৫ দুপুর ২:৪৯
দ্বীপ ১৭৯২ বলেছেন: সামু হলো কালেকটিভ জায়গা
কিন্তু কুয়াশা পোর্টাল
২| ০১ লা অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:১৪
বিজন রয় বলেছেন: আপনার কাছে ভালো লেখার সংজ্ঞা কি?
০৭ ই অক্টোবর, ২০২৫ রাত ৮:১৯
দ্বীপ ১৭৯২ বলেছেন: এই প্রশ্ন তোলা মানে,আপনার নিকটে সব লেখার মান এক। এটা দুঃখজনক, একজন লেখক যখন ভালো মন্দ,রুচি অরুচি,সুন্দর অসুন্দর,বুঝতে পারেন না। সব কিছুকে এক করে ফেলেন।
ভালো আর মন্দ যেহেতু চলমান ধর্ম/আদর্শ,সেখানে লেখার বাছ বিচারেও সেটার প্রভাব আছে।
৩| ০২ রা অক্টোবর, ২০২৫ সকাল ১০:৩৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: ধন্যবাদ । কুয়াশা সম্পর্কে আজ ই জানলাম।
০৭ ই অক্টোবর, ২০২৫ রাত ৮:১০
দ্বীপ ১৭৯২ বলেছেন: ধন্যবাদ জানার জন্য। এখানে লিখতেও পারেন
৪| ০২ রা অক্টোবর, ২০২৫ দুপুর ১:৩৬
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।
০৭ ই অক্টোবর, ২০২৫ রাত ৮:২১
দ্বীপ ১৭৯২ বলেছেন: ধন্যবাদ ভাই
©somewhere in net ltd.
১|
০১ লা অক্টোবর, ২০২৫ দুপুর ১২:৫৫
রাজীব নুর বলেছেন: কুয়াশা ভালো না সামু ভালো?