![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জুয়ার বোর্ডে কেউ যখন হারতে হারতে শেষ পর্যায়ে চলে আসে তখন তার একমাত্র অবলম্বল ব্লাইন্ড খেলা । হয় সব আসবে না হয় সব যাবে ।
চার সিটি নির্বাচনে শোচনীয় পরাজয় আওয়ামীলীগ কে অনেক ব্যাকফুটে ঠেলে দিয়েছে । মুখে যাই বলুক আওয়ামীলীগ এর দরকার ছিল মাঠে ফিরে আসা । একমাত্র ভরসা ছিল গাজীপুর । ভরাডুবির ক্ষত তরতাজা থাকতে থাকতেই নির্বাচন দিলে পরাজয় হবার প্রবল সম্ভবনা । তারপর ও শেষ এবং একমাত্র গাজীপুর এ যদি বিপুল ভোট জয়লাভ করতে পারে তাতে এক দিলে দুই পাখি মরার সম্ভবনা । ইজ্জত ও বাড়ল আবার দলীয় কর্মীদের মনোবল ও চাঙ্গা হলো । অনেক গড়িমসির পর শেষ পর্যন্ত জুয়া তারা খেলল । ফলাফল বিপরীত । আগের চার হারের চেযে এবার আরো বড় হার এবার ।
এখন ক্ষমতাসীনদের একমাত্র অবলম্বন ব্লাইন্ড খেলা । সব তো এমনি ও শেষ । দিয়ে দিক ঢাকা নির্বাচন । ব্লাইন্ড ব্লাইন্ড ই । হয় আসিবে প্রাণ না হয় যাহিবে প্রাণ ।
০৮ ই জুলাই, ২০১৩ রাত ১:৫৬
দেখতাছি বলেছেন: শেয়ার বাজার আর কিছু দিক বা না দিক । বিএনপি কে অন্তত ১ লক্ষ সক্রিয় কর্মী দিয়েছে । কিন্তু ক্ষমতাসীনদের হাতে বিকল্প নাই
------------------ব্লাইন্ড ব্লাইন্ড ই
২| ০৮ ই জুলাই, ২০১৩ রাত ১:৫৫
জগ বলেছেন: এখন আর জুয়া খেলার কিছু নাই, জুয়া যা খেলার ছিল সব গাজিপুরে খেলে ফেলছে।
০৮ ই জুলাই, ২০১৩ রাত ১:৫৮
দেখতাছি বলেছেন: এখন ক্ষমতাসীনদের একমাত্র অবলম্বন ব্লাইন্ড খেলা । সব তো এমনি ও শেষ ।
৩| ০৮ ই জুলাই, ২০১৩ রাত ২:২০
আশিকুর রহমান ১ বলেছেন: আরে ভাই চেতনা ব্যাবসায়ী হাম্বাদের অপকর্ম জনগণ এত দিন চোখ বুঝে সহ্য করছে। এবার সময় হইছে হাম্বাদের পাছায় বাঁশ দেয়ার। ঢাকা সিটির না গোপাল গঞ্জের পৌরসভার নির্বাচন দিলেও আর হাম্বারা জিততে পারবে না
০৮ ই জুলাই, ২০১৩ সকাল ৯:১৩
দেখতাছি বলেছেন: -ব্লাইন্ড ব্লাইন্ড ই
৪| ০৮ ই জুলাই, ২০১৩ রাত ২:৪৭
কি বোর্ড বলেছেন: বাংলাদেশ থেকে পরশক্তি মুক্তি পেলো Click This Link
৫| ০৮ ই জুলাই, ২০১৩ রাত ৩:২৪
গেস্টাপো বলেছেন: এইবার ঢাকায় তাহইলে নিজের ভোটটা কাজে লাগাইতে পারুম।আমি নিজেও রেডি আছি লাল কার্ড নিয়া।হাম্বাদের বিদায় জানাতে হবে।নিজের ভুলের মাসুল দিতে হবে।৩১ শে ডিসেম্বর ২০০৮ এ আওয়ামী লীগকে প্রদত্ত ভোটটা ছিলো আমার জীবনের সবচেয়ে বড় ভুল
রাজাকারদের বিচার কামনা করে আওয়ামী লীগকে ভোটটা দিয়ে নিজেই ব্লগে এসে রাজাকার উপাধি পেলুম
ভাল তো,ভাল না
বাংলালিংকের দামে রাজাকার উপাধি পাইতেছে মানুষ
০৮ ই জুলাই, ২০১৩ সকাল ৯:১৫
দেখতাছি বলেছেন: মুক্তিযুদ্ধের চেতনা হারেনি , হেরেছে মুক্তিযুদ্ধ ব্যবসায়ী ।
৬| ০৮ ই জুলাই, ২০১৩ ভোর ৪:১৭
নিষ্কর্মা বলেছেন: ১৯৯১ থেকে সব সরকারই শেষ সময়ে লেজেগোবরে করে ফেলে সব। এইটা খালি চোখে দেখা যায়। এই সরকারের পতনের পরে পীর-মাশায়েখরা ক্ষমতায় আসবে না। যারা আসবে তারাও বড় মাপেরই চোর। ইতিহাস সাক্ষী।
আসলে আমাদের দরকার অন্য কোন লিডার, যিনি বাংলাদেশকে ভালোবেসে কাজ করবেন। যার হাতে নৌকা-ধানের শীষ-দাঁড়িপাল্ল-লাঙ্গল-মশাল-গামছা-কুঁড়েঘর-বটগাছ-গোলাপ ফুল ইত্যাদি কিছুই থাকবে না।
৭| ০৮ ই জুলাই, ২০১৩ ভোর ৪:৫৫
কলাবাগান১ বলেছেন: আপনরা লিখাতো আমাদের সময় তাদের ডেস্ক রিপোর্ট বলে অনলাইনে ছাপিয়ে দিয়েছে...
Click This Link
০৮ ই জুলাই, ২০১৩ সকাল ৯:১৫
দেখতাছি বলেছেন: লেখক বলেছেন: কামডা করলো কি ? আমার লেখা কপি করলে ফেল নিশ্চিত ।
৮| ০৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:১২
গোবর গণেশ বলেছেন: এখন ক্ষমতাসীনদের একমাত্র অবলম্বন ব্লাইন্ড খেলা । সব তো এমনি ও শেষ । দিয়ে দিক ঢাকা নির্বাচন । ব্লাইন্ড ব্লাইন্ড ই । হয় আসিবে প্রাণ না হয় যাহিবে প্রাণ ।
৯| ০৮ ই জুলাই, ২০১৩ রাত ১০:১৯
ই এইচ মানিক বলেছেন: মুক্তিযুদ্ধের চেতনা হারেনি , হেরেছে মুক্তিযুদ্ধ ব্যবসায়ী ।
১০| ০৯ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৪
অহন_৮০ বলেছেন: আর খেলার মত তাস হাতে নাই
©somewhere in net ltd.
১|
০৮ ই জুলাই, ২০১৩ রাত ১:৫২
নষ্ট ছেলে বলেছেন: ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে শেয়ার বাজারীদের ভোটের থাক্কাই সামলাতে পারবে না।