![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখানের যেকোন লেখা নিজের শ্বশুর বাড়ির সম্পদ মনে করে যেখানে খুশি কপিপেস্ট করতে পারেন ।@ প্রতিটি লেখার স্বত্ব পাঠকের
অনেকেই ধর্ম নিয়ে খুব চিন্তিতো .. ধর্ম গেলো জাত গোলো ইত্যাদি । "মানীর মান সহজে যায়না" কথাটি ধর্মের জন্য প্রযোজ্য নয় । যে ধর্ম আপনাকে সহন শীলতার বদলে হিংসার উতসাহ দেয় সেটা সমাজ তো দূরের কথা ব্যাক্তি জীবনে ও শান্তি দিতে পারবেনা । মানুষ মাত্রই রিপু তাড়নায় অনুরনিতো তাকে প্রথমতো নিয়ন্ত্রন করে বিবেক তার ব্যার্ততায় চক্ষু লজ্জা, সেটা ব্যার্থ হলো রাস্ট্র আইনের বাধা তাকে নিরুতসাহিতো করে, কিন্তু দুর্বল মনিটরিং এর কারনেও যদি সে সুযোগ পায় তবে শেষ পর্যন্ত ধর্মের অনুশাষনের কারনে সে থামতে বাধ্য হয় । তার মানে শক্তি শালী ধর্মীয় অনুশাষন শান্তি পূর্ন সমাজ গঠনে সবচাইতে সবল কার্যকর হাতিয়ার হতে পারে ।
মানুষ মাত্রই পাপ করবে ধর্মীয় বোধ তখন তাকে তওবা অথবা অনুশেচনার রাস্তা দেখায় । এবং স্হায়ী অপরাধীতে পরিনত হতে দেয় না ।
যদি আপনি নাস্তিক হন তবে মানুসের কাছ থেকে তার ধর্মকে ছিনিয়ে নিবেন না ... যদি ব্যার্থ হন প্রথমে আপনার আর যদি সফল হন তবে সমাজ থেকে শাস্তি ছিনিয়ে নিবে । ধর্ম বিহীন অবস্হায় সৎ জীবন ধারন করা সবার পক্ষে সম্বব নয় । যে সত্য অশান্তির কারন সেটা চিবিয়ে বিখ্যাত হওয়া যায়, ধান্দা করা যায়, কিন্তু মানুষ হওয়া যায় না
©somewhere in net ltd.