| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গরম কফি
এখানের যেকোন লেখা নিজের শ্বশুর বাড়ির সম্পদ মনে করে যেখানে খুশি কপিপেস্ট করতে পারেন ।@ প্রতিটি লেখার স্বত্ব পাঠকের
খেলা মানে খেলা । খেলার উদ্দেশ্য বিনোদন । আমারা যে লক্ষ নিয়ে বিশ্বকাপে গিয়েছি মোটা মুটি সফল বলা যায় । তার পরেও চাহিদা আর স্বপ্নের কোন সীমা থাকেনা আমাদের স্বপকে নতুন লক্ষের দিকে নিয়ে গিয়েছে সে স্বর্ন সন্তানেরা তাদেরকাছে আমরা পুর বাঙ্গালি জাতী আজ কৃতজ্ঞ ।
ধোনির দল অনেক শক্তিশালী একটা দল। তারা অনেক বেশি অভিজ্ঞ। সে হিসাবে আমরা টেকনিক্যালি পিছিয়ে থাকলেও তাদের সাথে ফাইট করার মত শক্তি আর মনবলের পরিচয় অতীতেও দিয়েছি দিয়েছি এবং ভবিষ্যতেও দিব । তাই আমাদের জয়ের তৃষ্না অনেকের কাছেই সারপ্রাইজ বা মিরাকল মনে হতে পারে কিন্তু আমরা একদিনে এই অবস্হানে আসিনি, তাই আমারা জয়ের জন্যই খেলবো । জয়ছাড়া আমাদের আর হারানোর কিছু নাই । সবার লক্ষ আজ এক জায়গায় গিয়ে এতত্রিত হয়েছে ।
আমারা ধারনাও করতে পারিনা এই জয় আমাদের আনন্দের জোয়রকে কোন উচ্চতায় নিয়ে যাবে । এই ক্রিকেট দলই আগে অনেক বার এই রকম উচ্ছাস, আনন্দের কারন হয়েছিলো । তাই নতুন আরেকটি উপলক্ষ আমারা আশা করতেই পারি এবং করবোই । তাই বলে খেলা যেনো দুটি প্রতিবেশি দেশের ভাতৃপ্রতিম জনগনের মধ্যে কোন দূরত্ব সৃষ্টি না করে । সরকারের সাথে সরকারের স্বার্থনিয়ে কষাকষি এবং বিরোধ থাকতে পারে কিন্তু জনগনের সাথে জনগনের কন বিরোধ কেন হবে ? আমারা সবাই সবার আগে মানুষ । দেশ জাতীয়তা ধর্ম সব কিছুর চাইতে মানুষ পরিচয়টা সবচাইতে বেশি গুরুত্ব দিয়ে মনে রাখতে হবে ।
আর হ্যা হারজিত খেলারই একটা অংশ আমাদের স্বর্নসন্তানেরা দেশপ্রেম নিয়ে উজার করে খেলবে এই ই আমরা আশা করি । দিন শেষ তোমরা আমাদেরই ভাই আমাদেরই সন্তান । সবসময় পাশে থাকবো সমর্থন দিব এই টুকু কথা কি আমরা দিবনা ?
©somewhere in net ltd.