নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বি কেয়ারফুল...

আমি ডেনজার।

ডেনজারাসবয়

আমি লিখতে চাই

ডেনজারাসবয় › বিস্তারিত পোস্টঃ

নিজেকে খোদা দাবী করলেন দেওয়ানবাগী !!!!

২০ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৫

দেওয়ানবাগী নিজেকে খোদা বলে দাবী করেছেন। মজার বিষয় হচ্ছে তিনি দাবী করছেন যে, রাসূল (সা) এর কন্যা হযরত ফাতেমা (রা)তার বর্তমান স্ত্রী। অবাক কাণ্ড তিনি তার ভক্তদের এ বিষয়ে নছিহত করছেন। তিনি বলেন, রাসূলের কন্যা ফাতেমা তার স্ত্রী হওয়ার জন্য পুনর্জন্ম নিয়েছেন। তিনি আরশে বসে আছেন। আরশে তিনি বসে আছেন তার ভক্তদের জান্নাতে নেওয়ার জন্য।



সুত্র এবং ভিডিও: Click This Link



আমাদের সমাজে কিছু মস্তিস্কবিহীন মানুষ আছে যারা নাস্তিক নাম শুনলেই পাগল হয়ে যায়, ইসলাম গেল রব তুলে দেশজুড়ে তুলপাড় সৃষ্টি করে। নাস্তিকগন আল্লাহর অস্তিস্তকে অস্বিকার করলে, তাদের হত্যা করতে তেড়ে আসে। মাদ্রাসার নিরীহ ছাত্রদের জোর করে নাস্তিকবিরোধী আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টি করাতে বাধ্য করে।



অন্যদিকে, দেওয়ানবাগী নামক কথিত ধার্মিক ব্যাক্তিরা প্রতিনিয়ত ইসলামকে বিক্রি করে মানুষকে বিভ্রান্ত করলেও এসব ইসলামের সেবকরা দেখেও না দেখার ভান করেন। দেওয়ানবাগীরা ধর্মের ধোয়া তুলে প্রতিনিয়ত আল্লাহ, রাসুল তথা ইসলাম ধর্মকে অপমান করে মানুষের ইমান নষ্ট করলেও এসব ইসলামের সেবকরা নীরব ভূমিকা পালন করেন।



দেওয়ানবাগী আজ পর্যন্ত বহুবার ইসলাম সম্পর্কে মিথ্যা তথ্য প্রচার করেছে, নিজেকে খোদা দাবী করেছে, রাসুল (স) কে নিয়েও একাধিকবার অশালীন মন্তব্য করেছে। বহু মানুষকে বিভ্রান্ত করে তার এসব মিথ্যা এবং ধর্ম বিরোধী কথা মানতে বাধ্য করেছে। ইসলামের নাম বিক্রি করে বহু সহজ-সরল মানুষদের ঈমান নষ্ট করেছে, অথচ প্রতিবাদ করার মতো কেউ নেই।



তার এসব কুকর্ম বহুদিন ধরে চলে আসছে, বহুবার তার কুকর্মের প্রমাণও তুলে ধরা হয়েছে। তার পরও কথিত ইসলামের সেবকরা নীরব ভূমিকা পালন করছেন তারা দেওয়ানবাগী নামক দাজ্জালকে প্রতিরোধ করার চেয়ে নাস্তিকবিরোধী আন্দোলন করে টাকা কামানোকে বেশি গুরুত্বপূর্ণ মনে করছেন।



চিন্তা করে দেখুন, নাস্তিক নয় এই দেওয়ানবাগী হচ্ছে ইসলামের বড় শত্রু। তার কারনে শত শত সহজ - সরল মানুষ বিপথগামী হচ্ছে।



এখনও সময় আছে প্রতিরোধ করুন, এই ভন্ডকে প্রতিহত করুন, নাহলে একদিন হয়ত ওহাবীদের মতো কিছু মানুষ দেওয়ানবাগীকে রাসুল দাবী করে বসবে, কেউ কেউ আবার দেওয়ানবাগীকে খোদা দাবী করে, তার পূজা করা শুরু করবে।

মন্তব্য ৩১ টি রেটিং +১/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:০১

নানাভাই বলেছেন: হারামজাদার দুই ঠাংগের মাঝের জিনিস তোলাইয়া দেওয়া লাগে। X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X((

২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:১৩

ডেনজারাসবয় বলেছেন: সহমত।

২| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:০৪

নতুন বলেছেন: এক ভন্ড কখনো আরেক ভন্ডের পেছনে লাগে না...

তাই আমাদের দেশের কোন ইসলামিক দলই কিন্তু পীরদের পেছনে লাগেনা...

দেওয়ানবাগী/৮রশি/রাজারবাগী এরা ইসলাম বেচে খেলেতো হেফাজতের সমস্যা নাই.... তাই তারা ঐ জিনিস দেখে না...

২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:২০

ডেনজারাসবয় বলেছেন: দারুন বলেছেন, এরা সবাই ব্যাবসায়ী।

৩| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:২০

হেজাজের কাফেলা বলেছেন: দেওয়ানবাগী+ রাজারবাগী+শাহবাগী = নাস্তিক্যবাদী

২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:২৩

ডেনজারাসবয় বলেছেন: দেওয়ানবাগী+ রাজারবাগী+জামাত+হেফাজত= ধর্মব্যাবসায়ী

৪| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৩২

কাজী মামুনহোসেন বলেছেন: হেলিকপ্টার শফি আর দেওয়ানবাগীর মধ্যে কোন ব্যাবধান নেই, হেফাজত সমর্থক আর দেওয়ানবাগী সমর্থকদের মধ্যেও কোন ব্যাবধান নেই।

এরা নাস্তিকদের চেয়েও অধম, ইসলামের সবচেয়ে বড় শত্রু।

২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৫১

ডেনজারাসবয় বলেছেন: হুমম।

৫| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৩

রাজীব বলেছেন: কাকে কাকের মাংস খায় না।

২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৫১

ডেনজারাসবয় বলেছেন: ঠিক বলেছেন।

৬| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৭

নষ্ট ছেলে বলেছেন: ওলামা লীগ ছাড়া বাংলাদেশে কোন সহীহ ইসলামী দল নাই!
হাসিনার মত এত পরহেজগার মহিলা বাংলাদেশে নাই। এর পরেই খালেদা।

২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২৭

ডেনজারাসবয় বলেছেন: হে হে হে।

৭| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৮

কাজী মামুনহোসেন বলেছেন: @ হেজাজের কাফেলার মন্তব্যের উত্তর দারুন হইছে। B-))

২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২৯

ডেনজারাসবয় বলেছেন: ধন্যবাদ।

৮| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৪১

আলমগীর ইউসি বলেছেন: ভাইয়া আপনি কোন পক্ষে আছেন? ধর্মব্যাবসায়ী নাকি নাস্তিক্যবাদীদের দলে? আপনাকে ধন্যবাদ যে আপনি সুন্দর পোষ্ট করেছেন। কোন অমুসলিম যদি ইসলামের দাবিদার বলে, তাহলে আপনি কি করবেন?

২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪৩

ডেনজারাসবয় বলেছেন: ভাইয়া আমি অমুসলিম এবং নাস্তিক্যবাদী এই দুই দল বিরোধী।


তবে ধর্মব্যাবসায়ীদের একটু বেশি ঘৃণা করি।

৯| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৭

আলমগীর ইউসি বলেছেন: নষ্ট ছেলে এর কথা খুবই চমৎকার।

১০| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:১১

শাহ আলম বাদশাহ বলেছেন: ইসলামী দলগুলো এখন নাক ডেকে ঘুমাচ্ছে আর হেফাজত ইসলামের হেফাততে মশগুল থাকায় এখনো টের পায়নি!!!!

২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০৮

ডেনজারাসবয় বলেছেন: হা হা হা, দারুন বলেছেন।

১১| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:২২

এম আর ইকবাল বলেছেন: সব মানুষই বেহেস্তে যেতে চায় ।
তার জন্য সর্টকার্ট পথ খোজে ।
সেই পথের সন্ধানদাতা সেজে অনেকে বসে আছে ।

যখন ভূমিকম্প বা সুনামীর মত বিপদ আসে,
তখন আস্তিক নাস্তিক সব সমান হয়ে যায় ।

২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২৭

ডেনজারাসবয় বলেছেন: দারুন বলেছেন।

১২| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:২৩

প্রকৌশলী রিয়াদ হাসান চৌধুরী বলেছেন: ফাতেমা রা নিয়ে সে যেই মন্তব্য করেছে তাকে মুসলমান বলাই ঠিক না। কত বড় বেয়াদব ............... X( X( X( X( X(

২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২৭

ডেনজারাসবয় বলেছেন: তার পরও কেউ প্রতিবাদ করেনা দেখে অবাক হই।

১৩| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৫৯

আমিনুর রহমান বলেছেন:



নিজের জন্মস্থানের মানুষ যাকে দেখতে পারে না সে কেমন মানুষ হতে পারে বুঝাই যায়। তাকে ইতর শ্রেনীর প্রানী ছাড়া আমার আর কিছু বলার নাই।

২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫২

ডেনজারাসবয় বলেছেন: হুমম।

১৪| ২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:২৩

হেজাজের কাফেলা বলেছেন: নাস্তিক্যবাদী,জামাত-শিবির,দেওয়ানবাগী,রাজারবাগী,মাঝার পুজারী…এগুলোকে বাংলাদেশ থেকে ধংস করলেই বাংলাদেশের আসল স্বাধীনতা অর্জন হবে…

২১ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭

ডেনজারাসবয় বলেছেন: এদেরকে মুখোশ উন্মোচন করতে হবে।

১৫| ২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫১

সুফিয়া বলেছেন: Nauzubillah ! Please raise up slogan against Deoanbagi in this blog.

২১ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮

ডেনজারাসবয় বলেছেন: হুমম।

১৬| ১৮ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৫

দিশার বলেছেন: কাকের মাংশ কাক খায় না। দারুন লেখা।

আবার দেখেন, গরু, ছাগল , ইদুর , বেজি যা মন চায় পূজা করেন , কিন্তু কিসু না করলেই আপনে "খারাপ" . এই যুক্তিও মাথায় ঢুকে না।

১৭| ১৮ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৯

মুদ্‌দাকির বলেছেন: নানা ভাইয়ের সাথে একমত !!!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.