নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বি কেয়ারফুল...

আমি ডেনজার।

ডেনজারাসবয়

আমি লিখতে চাই

ডেনজারাসবয় › বিস্তারিত পোস্টঃ

যেভাবে ভিডিও তৈরি ও প্রচার করছে বিএনপি

০৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১১

রাজনীতিতে এখন আলোচনার অন্যতম উপাদান হচ্ছে বিএনপির ভিডিও বার্তা। যে ভিডিও বার্তা চালু করেছিলেন আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেন। সেই পথ অনুসরণ সম্পর্কিত রিপোর্ট খাসখবরে প্রকাশিত হলে আলোচনা আরও চাউর হয়। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও বলেছেন, লাদেনের মতো ভিডিও টেপ পাঠাচ্ছে বিএনপি।



এই ‘লাদেন টেপ’ কিভাবে তৈরি হচ্ছে আর কিভাবেই তা পাঠানো হচ্ছে মিডিয়া কর্মীদের কাছে তা নিয়ে রয়েছে নানা কৌতুহল। খাসখবরের অনুসন্ধানে বেড়িয়ে এসেছে চমকপ্রদ তথ্য। বিএনপি ঘরানার এক সাংবাদিক নেতার পরামর্শেই এই লাদেন টেপ তৈরি ও বিতরণ হচ্ছে। আর এর নেপথ্যে রয়েছে সম্প্রতি বন্ধ হয়ে যাওয়া একটি মিডিয়ার দু’জন কর্মী।



কখনো উত্তরায়, কখনো বনানীর বিএনপি পল্লীতে আবার কখনো গুলশান ও বাড্ডায় তৈরি হচ্ছে রাজনৈতিক ঘোষণা সম্পর্কিত ভিডিও টেপ। সেখান থেকে চলে আসে পল্টনে এক মিডিয়া কর্মীর এডিটিং হাউসে। সেখানে ভয়েস টিউনিং করে সিডিতে করে পাঠানো হয় টিভি রিপোর্টারদের কাছে। এক একদিন এক এক স্থানে ভিডিও হচ্ছে তা সালাউদ্দিনের পোষাক ও পেছনের ব্যকগ্রাউন্ড দেখলেই বোঝা যায়। তবে প্রথম ভিডিও রেকর্ডিংটি হয়েছিল সংসদ ভবনের সামনের ন্যাম ফ্ল্যাটে।



এই ভিডিও তৈরি ও বিতরণের ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে একটি বেসরকারি টিভি চ্যানেলের ক্যামেরা ও গাড়ি। তবে বিষয়টি যাতে ধরা না পরে এজন্য কখনো আগে-ভাগে ওই টেপ প্রচার করে না তারা। অন্য টিভি চ্যানেলে যাওয়া দু’একঘণ্টা পরে প্রচারিত হয় ওই চ্যানেলে।



তবে এই টেপ তৈরি ও প্রচারের বিষয়ে সরকারের পক্ষ থেকে কোন অনুসন্ধান চালানো হয়নি কিংবা গোয়েন্দা সংস্থাগুলো বাধাগ্রস্থ করার চেষ্টা করেনি। তবে কঠোর গোপনীয়তা অবলম্বন করা হচ্ছে এই টেপ তৈরির ক্ষেত্রে।





সুত্র : http://goo.gl/xFzDwh

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২৬

শফিক আলম বলেছেন: এটাই স্বাভাবিক। তবে জনসম্পৃক্ত কোন রাজনৈতিক দলের কর্মকান্ড এরকম হতে পারে না। যারা জনগন থেকে বিচ্ছিন্ন, তারাই এই পন্থা অবলম্বন করে থাকে। বিন লাদেন যেমন করেছিল, তেমনি এক সময় করেছে নক্সালীরা। যদিও নক্সালীদের সময় ভিডিও সিস্টেম ছিল না, তবে কর্মকান্ডের ধরন ছিল একই। বিএনপি এখন সেই পথেই যাচ্ছে মনে হয়।

০৬ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৫

ডেনজারাসবয় বলেছেন: হুমম।

২| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৩

তামিম ইবনে আমান বলেছেন: সবাই দেখি বিনপিরে এটা নিয়ে গাইল্লাইতাসে। কিন্ত প্রকাশ্যে কিছু করতে গেলেই যে নেতাদের বিনা কারনে গ্রেফতার করে সেটা নিয়ে তো কেউ কিছু বলে না।

০৬ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৬

ডেনজারাসবয় বলেছেন: শফিক আলম বলেছেন: আন্দোলনের নামে রাস্তাঘাটে বোমা ফাটিয়ে, বাসে আগুন দিয়ে নৃশংসভাবে মানুষ হত্যা করছে যারা, প্রতিদিন ট্রেন লাইন উপড়িয়ে মানুষ মারছে যারা, তাদেরকে গ্রেফতার করলে কি সেটা বিনা কারনে হবে? প্রতিদিন আমরা এই সব দেখেও "কারন" খুঁজে পাই না! তারা অপরাধ করছে বলেই পালিয়ে আছে, নইলে জনতার সংগ্রাম হ'লে জনতার কাতারেই থাকতো।

৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫১

শফিক আলম বলেছেন: আন্দোলনের নামে রাস্তাঘাটে বোমা ফাটিয়ে, বাসে আগুন দিয়ে নৃশংসভাবে মানুষ হত্যা করছে যারা, প্রতিদিন ট্রেন লাইন উপড়িয়ে মানুষ মারছে যারা, তাদেরকে গ্রেফতার করলে কি সেটা বিনা কারনে হবে? প্রতিদিন আমরা এই সব দেখেও "কারন" খুঁজে পাই না! তারা অপরাধ করছে বলেই পালিয়ে আছে, নইলে জনতার সংগ্রাম হ'লে জনতার কাতারেই থাকতো।

০৬ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৬

ডেনজারাসবয় বলেছেন: ঠিক বলেছেন।

৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১৬

জনাব মাহাবুব বলেছেন: গতকাল সাদেক হোসেন খোকাকে গ্রেফতার করা হলো। বিএনপির যে কোন নেতাই প্রকাশ্যে আসলে, পুলিশ তাকে গ্রেফতার করে নির্যাতনের ষ্টীম রোলার চালাচ্ছে।

বিএনপির এই নতুন কৌশল একটি যুগোপযোগী উদ্যোগ। তাদের এই কৌশল আওয়ামী ঘরানাদের মাথা নষ্ট করে দিয়েছে। ;) ;) ;) ;) ;) ;) ;) ;)

০৬ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮

ডেনজারাসবয় বলেছেন: শফিক আলম বলেছেন: আন্দোলনের নামে রাস্তাঘাটে বোমা ফাটিয়ে, বাসে আগুন দিয়ে নৃশংসভাবে মানুষ হত্যা করছে যারা, প্রতিদিন ট্রেন লাইন উপড়িয়ে মানুষ মারছে যারা, তাদেরকে গ্রেফতার করলে কি সেটা বিনা কারনে হবে? প্রতিদিন আমরা এই সব দেখেও "কারন" খুঁজে পাই না! তারা অপরাধ করছে বলেই পালিয়ে আছে, নইলে জনতার সংগ্রাম হ'লে জনতার কাতারেই থাকতো।

৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩২

ঢাকাবাসী বলেছেন: স্বৈরাচারীরা অপজিশনের যে কোন কাজ কামকেই আতংকজনক মনে কে!

০৬ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫

ডেনজারাসবয় বলেছেন: লাদেন টাইপের কর্মকান্ড চালানো অপজিশনের ভয় পাওয়াটাই স্বাভাবিক। :D

৬| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৬

গুগলরকস বলেছেন: তালেবান এর আরেক নাম বিএনপি জামাত তারই প্রমান...হাসি পাইসে দেখে।

শফিক আলম বলেছেন: এটাই স্বাভাবিক। তবে জনসম্পৃক্ত কোন রাজনৈতিক দলের কর্মকান্ড এরকম হতে পারে না। যারা জনগন থেকে বিচ্ছিন্ন, তারাই এই পন্থা অবলম্বন করে থাকে। বিন লাদেন যেমন করেছিল, তেমনি এক সময় করেছে নক্সালীরা। যদিও নক্সালীদের সময় ভিডিও সিস্টেম ছিল না, তবে কর্মকান্ডের ধরন ছিল একই। বিএনপি এখন সেই পথেই যাচ্ছে মনে হয়।

০৬ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫

ডেনজারাসবয় বলেছেন: ;) ;) ;) ;) ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.