![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবারো প্রকাশ্যে ধুমপান করে সমালোচনার ঝড় তুললেন সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী।
বৃহস্পতিবার কেশবচর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত সভা মঞ্চে বসে ধুমপান করেন তিনি। এসময় সভাস্থলে স্কুলের শিক্ষার্থীরা এবং স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।
মন্ত্রীর একের পর এক ধুমপানের দৃশ্য দেখে উপস্থিত অভিবাবকসহ স্থানীয় জনতার মধ্যে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়।
এদিকে ক্ষমা চাওয়ার পর আবারো মন্ত্রীর এমন কর্মকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে চলছে সমালোচনার ঝড়।
প্রসঙ্গত, গত মাসে সিলেটের একটি স্কুলে ছাত্র-ছাত্রীদের সামনে প্রকাশ্যে ধুমপানের কারনে সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেন এই মন্ত্রী।
ছবি- abnews
০১ লা মার্চ, ২০১৪ রাত ১১:১৮
ডেনজারাসবয় বলেছেন: ভদ্র বাসায় কথা বলা যায় না ?
রাজনীতি করতে করতে অমানুষে পরিণত হচ্ছেন আপনারা।
ভদ্র ভাষায় সমালোচনা শিখে নেবেন আশা করছি....
২| ০১ লা মার্চ, ২০১৪ রাত ৮:২৭
মুক্তকণ্ঠ বলেছেন: এই চুতমারানিরে মন্ত্রি বানাইছে কোন চুতমারানি?
০২ রা মার্চ, ২০১৪ বিকাল ৩:২৭
ডেনজারাসবয় বলেছেন: ভদ্র বাসায় কথা বলা যায় না ?
রাজনীতি করতে করতে অমানুষে পরিণত হচ্ছেন আপনারা।
ভদ্র ভাষায় সমালোচনা শিখে নেবেন আশা করছি....
৩| ০১ লা মার্চ, ২০১৪ রাত ৮:৩৭
ম্যাংগো পিপল বলেছেন: সমাজের কল্যান করতেছে
পোলাপানরে শিখাইতেছে ক্যামনে বিড়ি টানতে হয়।
বেয়াদব নাত্রীর বেয়াদব শিষ্য।
৪| ০১ লা মার্চ, ২০১৪ রাত ৮:৪৬
পথহারা নাবিক বলেছেন: কই পাই নাতো!!
৫| ০১ লা মার্চ, ২০১৪ রাত ৮:৫০
পথহারা নাবিক বলেছেন: পাইছি!! ধন্যবাদ!!
০১ লা মার্চ, ২০১৪ রাত ১১:১৫
ডেনজারাসবয় বলেছেন: হুমম...
৬| ০১ লা মার্চ, ২০১৪ রাত ৯:১৪
হাসিব০৭ বলেছেন: রাবিশ দলের খবিশ মন্ত্রী
৭| ০১ লা মার্চ, ২০১৪ রাত ৯:৪৬
বেলা শেষে বলেছেন: ....do not worry , just he will Patient for Cancer & Managing for Singapoor!......
০১ লা মার্চ, ২০১৪ রাত ১১:১৫
ডেনজারাসবয় বলেছেন: খারাপ বলেননি...
৮| ০১ লা মার্চ, ২০১৪ রাত ৯:৪৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: একি!!!
এ দেখি উন্মাদদের হাতে স্বদেশ!!!!!!!!!!!!!!!!!!
আরেক পাগলের বোধ দেইখাতো টাশকিত!!!!
খালেদাকে গুলি করার হুমকি বাদলের (ভিডিও)
বলি, পাগলা গারদের সবইকি মন্ত্রী সভায় আর টকশোতে হিরো সাজতে চায় নাকি!!!!!!!
৯| ০১ লা মার্চ, ২০১৪ রাত ৯:৫৪
বেকার সব ০০৭ বলেছেন: ভোরের সূর্য বলেছেন: কুকুরের লেজ কি কখনও সোজা হয় ভাই?
এবং
কুকুরের কি আর লজ্জা আছে? দেখেন না যেখানে সেখানে দাঁড়িয়ে অয়া উঠিয়ে হিসু করে এমনকি জৈবিক কাজও করে।
১০| ০১ লা মার্চ, ২০১৪ রাত ১০:০৫
পরিবেশ বন্ধু বলেছেন: আধুনিক মানে , আমরা ধূমপান নিরাময় করি
মন্ত্রী বুঝালেন
আধুনিক মানে , আমরা ধূমপান নিয়মিত করি
০১ লা মার্চ, ২০১৪ রাত ১১:১৬
ডেনজারাসবয় বলেছেন: দারুন বলেছেন, হা হা হা...
১১| ০১ লা মার্চ, ২০১৪ রাত ১০:৫৪
রাঘব বোয়াল বলেছেন: হে হে মুক্তকণ্ঠ বলেছেন: এই চুতমারানিরে মন্ত্রি বানাইছে কোন চুতমারানি?
১২| ০২ রা মার্চ, ২০১৪ রাত ১:০৩
সূর্যদয় বলেছেন: উনারে একটু কলকি খাওন যায়না?
©somewhere in net ltd.
১|
০১ লা মার্চ, ২০১৪ রাত ৮:১৮
ভোরের সূর্য বলেছেন: কুকুরের লেজ কি কখনও সোজা হয় ভাই?
এবং
কুকুরের কি আর লজ্জা আছে? দেখেন না যেখানে সেখানে দাঁড়িয়ে অয়া উঠিয়ে হিসু করে এমনকি জৈবিক কাজও করে।