| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্লিওসিন অথবা গ্লসিয়ার
!
![]()
তীব্র শিসে নাভীফুলের বিভ্রমে আটক শহর
যেন ম্যাসাকার ঘটে যাচ্ছে
চুমুর বিচ্ছেদে সন্ধ্যার দিকে খুন হলো
হাসপাতালের পৃথুলা ফর্সা নার্স;
পাভার্ট জানালায় লেপ্টে থাকা কলেজফেরত সহাস্য তরুণী
থৈ থৈ অন্ধকার নিয়ে জমে উঠছে ব্যালেড্যান্স
দেহের সীমান্তে মুহুর্মুহু গেরিলা অ্যাম্বুশ
ট্রিগারে ট্রিগারে পলকা হয়ে ওঠে বোতামের জমাট;
ঘ্রাণে ঘ্রাণে গেঁথে যাচ্ছে বেয়নেট
দেখো - কিভাবে বিষাদ জমে স্তনের গরিমায়;
একজন বিচ্ছিন্নতাবাদি একাকীত্বের ভেতর রুয়ে দেয় অবদমন!
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪৬
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: পাঠে ধন্যবাদ।
২|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৮
মামুন রশিদ বলেছেন: চুমুর বিচ্ছেদে সন্ধ্যার দিকে খুন হলো
হাসপাতালের পৃথুলা ফর্সা নার্স;
চাপা দ্রোহের কবিতা, এই বুঝি বিস্ফোরিত হয়! ![]()
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৫৬
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন:
বাচাও!
৩|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৯
প্রান্তিক জন বলেছেন: কবিতাটি সুন্দর নি:সন্দেহে। কিন্তু যে খোটার উপর আপনার কবিতার তাবু বেধেছেন, তার ভিতর আকি বুকি দিচ্ছে আদিম যৌনতা।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৫৭
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: যৌনতা এসেছে কিন্তু কবিতার বিষয়বস্তু সেটা নয়।
পাঠের জন্য ধন্যবাদ
৪|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫
সোনালী ডানার চিল বলেছেন:
দারুণ কবিতা, বিশেষত
দেহের সীমান্তে মুহুর্মুহু গেরিলা অ্যাম্বুশ
ট্রিগারে ট্রিগারে পলকা হয়ে ওঠে বোতামের জমাট;
ঘ্রাণে ঘ্রাণে গেঁথে যাচ্ছে বেয়নেট
লাইনগুলো অসাধারণ!!
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৩১
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: পাঠের জন্য কৃতজ্ঞতা ভাই। ভালো থাকুন সবসময়।
৫|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:২৪
অদিতি মৃণ্ময়ী বলেছেন: এভাবে বিষাদের শুরু।
আপনার প্রতিটা কবিতায় ভিন্ন কিছু অনুভূতির প্রকাশ ভালো লাগে। ভালো থাকবেন।
অসংখ্য ভালোলাগা।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৩২
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: ধন্যবাদ আপনাকেও।
৬|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৩৪
ফেরেশতা চেয়ে পুণ্যবান বলেছেন: একজন বিচ্ছিন্নতাবাদি একাকীত্বের ভেতর রুয়ে দেয় অবদমন!
বিরাট! বিরাট!!
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৩২
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: নিকটা সুন্দর।
৭|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০১
প্রোফেসর শঙ্কু বলেছেন: 'থৈ থৈ' 'মুহুর্মুহু' 'ট্রিগারে ট্রিগারে' 'ঘ্রাণে ঘ্রাণে'
শূন্যবাদী মনোভাবের সাথে এরকম রিপিটিটিভ শব্দের ব্যবহার উপভোগ্য একটা দ্যোতনা সৃষ্টি করেছে। চমৎকার।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৪:২৭
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: প্রতি লেখাতেই আপনার উপস্থিতি বাড়তি আনন্দ দেয়। কৃতজ্ঞতা। ভালো থাকুন সবসময়।
৮|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৪১
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: আহা...!
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৪
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: পাঠের জন্য ধন্যবাদ|
ভালো থাকুন।
৯|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৩
কান্ডারি অথর্ব বলেছেন:
দারুণ ++++
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৫
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: ধন্যবাদ।
ভালো থাকুন সবসময়।
১০|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫০
হাতীর ডিম বলেছেন: চমৎকার
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৭
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: হাতীর ডিম ধন্যবাদ
১১|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:২৩
মাসুম আহমদ ১৪ বলেছেন: শেষ দুই লাইন দারুণ
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৪০
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: ধন্যবাদ ভাই!
১২|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৭
সায়েম মুন বলেছেন: এক কথায় মুগ্ধপাঠ!
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৪১
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: ধন্যবাদ মুনাপি।
১৩|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১০
আজ আমি কোথাও যাবো না বলেছেন: সুন্দর।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:০৫
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: ধন্যবাদ।
১৪|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১২
হাসান মাহবুব বলেছেন: একাকীত্ব থেকে এ্যানার্কিজম। ভালো লাগলো। কিন্তু রুয়ে দেয়াটা কী?
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২৮
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: কাঁদা মাটিতে ধানের বীজ বপন করা হচ্ছে রুয়ে দেওয়া।
১৫|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫১
নিশাত তাসনিম বলেছেন: সুন্দর একটি কবিতা
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫৬
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: ধন্যবাদ।
১৬|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০১
জহিরুলহকবাপি বলেছেন: সুন্দর। ধন্যবাদ।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৮
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
১৭|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:১৯
হামিম কামাল বলেছেন: মোটামুটি, প্লিওসিন অর গ্লসিয়ার।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৯
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: হামিম - কৃতজ্ঞতা
১৮|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫০
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
থৈ থৈ অন্ধকার নিয়ে জমে উঠছে ব্যালেড্যান্স
একজন বিচ্ছিন্নতাবাদি একাকীত্বের ভেতর রুয়ে দেয় অবদমন!
ক'জনে বুঝতে পারে সেই অবদমনের মূল্য ?
ভালো থাকুন ।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৮
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: আপনিও ভালো থাকুন গ্রানমা। ![]()
১৯|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:০২
আদনান শাহ্িরয়ার বলেছেন: কঠিন । একজন বিচ্ছিন্নতাবাদি একাকীত্বের ভেতর রুয়ে দেয় অবদমন । সেইরাম !
১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৮
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: ধন্যবাদ। ![]()
২০|
১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:০২
ক্লান্ত তীর্থ বলেছেন: ভালো লাগা রইলো!
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৫০
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: ধন্যবাদ ক্লান্ত তীর্থ।
২১|
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৭:৪৮
নোমান নমি বলেছেন: বহুদিন পর, ভাল্লাগছে।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৫১
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: ধন্যবাদ দোস্ত।
২২|
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৭
বৃতি বলেছেন: ভাললাগা কবিতায় ।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:৩২
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: ধন্যবাদ আপু।
২৩|
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৫
অন্তরন্তর বলেছেন:
নাইস। ++++
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:৩৩
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: ধন্যবাদ।
২৪|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:১৫
বেঈমান আমি. বলেছেন: বাহ বাহ।তোমারে যেমন বুঝা কঠিন ঠিক তোমার কবিতার মুল ভাব ও সবসময় বুঝা কঠিন।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪৫
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: হাহাহ। ভাই। এইটা কি বললেন।
২৫|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:১১
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: জীবন্ত সংগ্রাম, ........... অনেক ভালো লেগেছে.. অনেকদিন পর যেন অমিত দাকে খুজে পেলাম........
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪৫
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন সবসময়।
২৬|
০৩ রা মার্চ, ২০১৪ বিকাল ৪:২৪
ডট কম ০০৯ বলেছেন: অসাধারণ লেখনী।
আর কিছু বলবার নাই।কবিতা এমনি হওয়া উচিত।
১০ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:১১
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: ধন্যবাদ আরমান ভাই।
২৭|
১০ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৪৬
ইমিনা বলেছেন:
দারুন কাজটা আমি ই করে দিলাম।
৭০০০ ঘরে অভিনন্দন !!!
১০ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:১২
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: ওয়াও। ধন্যবাদ
২৮|
১৩ ই মার্চ, ২০১৪ দুপুর ১:১৯
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
কেমন আছেন প্লিও...?
ব্যস্ততা বেশি মনে হয় !
তবুও যদি জোটে সামান্য অবসর
আমার "অন্ধকার" শিরোনামের
লেখাটি আপনি পড়লে খুশি হব...।
অনেক দিন লেখা পাই না !
ভালো থাকুন ।
২৯|
১৮ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৪৬
জাহাঙ্গীর.আলম বলেছেন: সুন্দর থাকুন কবি ৷
৩০|
২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:১৯
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আপনাকে মিস্ করি কবি !
ভালো থাকুন ।
৩১|
০৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৭:৪৭
রুদ্র জাহেদ বলেছেন:
হায় পুরুষ ও হায়েনা, আমি বাড়ি ফিরি,
মুখে একদলা থুতু, উপরে ছুড়ে দিয়ে
শরীর ও মনকে ভেজাই।
দারুণ সুন্দর কবিতা
©somewhere in net ltd.
১|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৬
সেলিম আনোয়ার বলেছেন: চাপা দুঃখ খুজে পেলাম কবিতায়।