নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনিশ্চিত যাত্রা আমার সাগরের বুকে।

বেসিকালি সেটা

আমি জনৈক জাহাজী।দেশ থেকে দেশান্তরে ছুটে বেডাই জীবিকার সন্দানে My journey has brought me many surprises. Some pleasant some not.I have enjoyed enormous pleasure and have had a fair share of pain both physical and emotional. I believe that all beings seek pleasure and avoid pain. That at best we are intended to pass through life not causing pain to other creatures. I also believe we have the right and perhaps duty to protect ourselves and our fellow traveler on this journey from pain. Unless of course thats their thing।

বেসিকালি সেটা › বিস্তারিত পোস্টঃ

৭৫ কেজি হেরোইন এর গল্প।

০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:১৩

অনেকদিন থেকেই ভাবচি লিখব কিন্তু সময় এর কারনে লেখা আর হয়ে উঠেনা।কয়েকদিন আগে গিয়েছিলাম মাদকের স্বর্গরাজ্য রাজ্য হিসাবে পরিচিত কলম্বিয়া তে।আমরা কলম্বিয়া গিয়েচিলাম নেদারল্যান্ডস এর রটারডাম থেকে ১ লক্ষ ৮০ হাজার টন কয়লা লোড করার উদ্দেশে।আমাদের কে আবার কয়লা লোড করে ফিরে আসতে হবে নেদারল্যান্ডস এর আমস্টারডাম।কলম্বিয়া সাউথ আমেরিকার একটা দেশ ক্যারিবিয়ান সাগরের উপকূলে অবস্থিত।এদের প্রধান ভাষা হচ্চে স্প্যানিশ।স্প্যানিশ রা এইখানে এসেচিল ১৪৯৯ সালে এবং স্প্যানিশ দের কাচ থেকে স্বাধীনতা লাভ করে ১৮১৯ সালে।



যাই হোক আসল কথায় আসা যাক।ভুমিকা টুকু প্রয়জন ছিল বাকি গল্পের জন্যই।আমি আগেই বলেছি যে কলম্বিয়া মাদকের স্বর্গরাজ্য হিসাবে পরিচিত তাই আমাদের কে এইসব দেশে অনেক সিকিউরিটি বজায় রাখতে হয়। জাহাজের সবাই কে আগেই সাবধান করে দেয়া ছিল এইসব ব্যাপারে। যাই হোক ভালই চলে যাচ্ছিল।জাহাজ ছাডতে আর মাত্র কয়েকঘণ্টা বাকি।কলম্বিয়া সরকার এর একটা রুল হচ্চে জাহাজ ছাডার ঠিক আগ মুহূর্তে কলম্বিয়ান নেভি এসে পুরা জাহাজ সার্চ করবে।এর মদ্য ছিল আন্ডার ওয়াটার অপারেশন, ডগ সার্চ ইত্যাদি।ওরা ওদের মতই সার্চ করে চলে যায়।কিন্তু হঠাৎ করে ছুটা চুটি বেডে গেল ওদের। একটু পরে জানতে পারলাম আমাদের জাহাজ এর নিচে নাকি ৭৫ কেজি হিরোইন পাওয়া গেচে।



এরপর ২ দিন আমাদের জাহাজ আটকে রাখা হল।ক্যাপ্টেন কে জেলে নিয়ে গেল। তার জবান বন্দি নিল।তারপর আমাদের জাহাজ চেডে দিল।





বিস্তারিত লিখতে একদম ভালো লাগচেনা।কারও কিচু জানার থাকলে কমেন্ট এ ধীরে ধীরে উত্তর দেয়া যাবে।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:২৪

মোমেরমানুষ৭১ বলেছেন: ভাই কাহীনি শুর কইরা শেষ কইরা দিলেন ক্যা? ভালই তো লাগতেছিল....হিরোইনটা ক্যাডা রেখেছে...পরের ঘটনাটা বলে যান..।

২| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৬

বেসিকালি সেটা বলেছেন: লিখতে একদম ই ভাল লাগচে না।সম্ভবত কল্মবিয়ান কোন স্মাগলার রাখতে পারে।আমরা ওইখান থেকে যাব নেদারল্যান্ড। সম্ভবত সে চালান টা নেদারল্যান্ড পাচার করতে চাচ্ছিল।

আবার আমরা আরেকটা সন্দেহ ও করছি।আমাদের ক্যাপ্টেন একটু রগচটা ধরনের মানুশ ছিলেন।তিনি কলম্বিয়ান নেভি এর কমান্ডার এর সাথে ভাল বিহেব করেননি।সে হয়ত প্রতিহিংসা থেকে করতে পারে।

আবার আরেকটা জিনিস হচ্চে ঐখানে হিরইন রেখে আমাদের বেকায়দায় ফেলে জাহাজ মালিক এর কাচ থেকে কিচু মোটা অঙ্কের টাকা খোয়ানোর জন্য নেভিরা নিজেই রেখে যেতে পারে।পরে সেটা তারা নিজেরাই উদ্দার করেছে।কিন্তু আরেকটা কথা হোল তারা এক সাথে ৭৫ কেজি হিরোইন জোগাড় করল কিভাবে?


সবই রহস্য।তবে ওদের পক্ষে এটা অসম্ভব কিচু না।

৩| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫১

মোমেরমানুষ৭১ বলেছেন: ছাড়া পেলেন কিভাবে? আই মিন.. জেল-জরিমানা বা অন্য কিছু

৪| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:০৭

বেসিকালি সেটা বলেছেন: ওরা ২ দিন ধরে ইনভেস্টীগেশান করল।এইখানেতোঁ আমাদের জাহাজের লোকদের কোন দোষ ছিলনা। ওইজে বললাম আমাদের ক্যাপ্টেন কে ধরে নিয়ে গিয়েচিল, ক্যাপ্টেন এর কাছথেকে কিচু সাইন টাইন নিয়ে নিল যেটাকে বলে পেপার ওয়ার্ক।তারপর আমাদের এক ঘণ্টার নোটিশ এ কলম্বিয়া চাডতে বলল। এর পর আমরা নেদারল্যান্ড এর আমস্টারডাম আসলাম।ঐখানে ডগ সার্চ করল।আন্ডার ওয়াটার অপারেশন করল।কিচুই আর পায়নি।

৫| ০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:১৫

এম আর ইকবাল বলেছেন: কলম্বিয়া ,মাদকের স্বর্গরাজ্য রাজ্য । এত মাদক ওরা পায় কোথায় ?

০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:২৬

বেসিকালি সেটা বলেছেন: এর উত্তর তোঁ আমার কাচে নাই।আমি তোঁ একটা স্যাম্পল দেখলাম মাত্র।আগের মেরিনারদের কাচে আরও গল্প শুনেছি।এই যেমন ধরেন ওরা মেরিনার দের টার্গেট করে আগে।তারপর তাকে নিয়ে অনেক গুরবে, খাওয়াবে, অনেক ধরনের কথা বলবে।পরে বেকায়দায় ফেলে বলবে মাদক পাচার করে দিতে।


আর ঐখানে একা একা বাহিরে যাওয়া তো একদম ই নিরাপদ না।যে কোন সময় চিন্তাই হতে পারে।তাই আমরা যদি কেউ বাহিরে যেতে চাই তবে অনেক জন মিলে গ্রুপ করে যাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.