![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শেষ পর্যন্ত প্রত্যাশিত রায় হলো। সরকার এই মামলা শেষ করতে পারে কিনা তা নিয়ে মনে সংশয় ছিল। রায় হয়ে যাওয়ায় ভালো লাগছে। মীর্জা ফখরুল সাহেব দেখলাম পিন্টুকে নির্দোষ দাবী করছেন। অথচ এই বিসয়ে এখন চুপ থাকাটাই তার দলের জন্য নিরাপদ ছিল। বিশেষ করে যখন তার দলের হরতালগুলি জনগণের সমর্থন পাচ্ছে।
০৫ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১২
দেওয়ান-এ-রাসুল বলেছেন: পাচ্ছে না?
২| ০৫ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৪
প্রভাষ প্রদৌত বলেছেন: হরতাল জংণের সমর্থন পাচ্ছে ????????????????
ভাই ছাগল কি গায়ে লেখা থাকে ????????????? মানুষ হয়তো বা ককটেল এর ভয়ে বাসা থেকে বের হয় না আর আপনি বলেন জনঘণের সমর্থন পাচ্ছে ?????????????????
০৫ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২২
দেওয়ান-এ-রাসুল বলেছেন: এই ভয়প্রসূত সমর্থনগুলিই পরে ভোটে রূপান্তরিত হয়। আজ পর্যন্ত তো দেখলাম না হরতালে বিরক্ত হয়ে জনগণ কখনো হরতালকারি দলের বিরুদ্ধে ভোট দিয়েছে। অথচ হরতালের বিরুদ্ধে জনমনে ক্ষোভ তৈরি হয়ে আছে ম্যালা দিন আগে থেকে। এরশাদের আমলেও অনেককেই দেখেছি হরতালের বিরুদ্ধে কথা বলতে।
©somewhere in net ltd.
১|
০৫ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০০
এম আর ইকবাল বলেছেন: বিশেষ করে যখন তার দলের হরতালগুলি জনগণের সমর্থন পাচ্ছে।