নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শেয়াল

এইহানে কিসু নাইক্কা। সাইডে চাইপ্পা ভাগেন।

শেয়াল › বিস্তারিত পোস্টঃ

পিঁপড়া আর সামুরে যারা যারা হেক করছে তাদের কফালে ঠাডা ফড়ুক X(( X( :-P

২৩ শে মে, ২০১৬ রাত ১:১০



আমার গা জুইড়া অহন ঘাম বেরুইতাসে। আরে ! বাপরে বাপ । মাল্তিপ্লানে ব্লগিং করুম বইলা এত প্যারা !! না, আর পারা গেল না। হেখারের বাইচ্চা হেখারগু পাইলে জুতা লইয়া পিডাইতাম।
কত মাইনশেরে বিফদে ফালাইসে তারা হেঁ !!

এর মইধ্যে হইসে আরেক আকাম। ডেস্কটপের কী-বোর্ডের ভিত্রে পিঁপড়া ঢুইক্কা বইয়া আছে। কাইল থাইক্কে কয়টা কয়টা বের হয়, ঝাইড়া ঝাইড়া ফালাই। X((
কীভাবে পিঁপড়াগুলো তাড়ানো যায়?

কুনু বুড্ডি আছে??

মন্তব্য ২৮ টি রেটিং +১/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০১৬ রাত ১:২৪

মোটা ফ্রেমের চশমা বলেছেন: পানি ঢালেন। কী-বোর্ড আর আমনের মাথায় :D

২৩ শে মে, ২০১৬ দুপুর ২:৫৭

শেয়াল বলেছেন: কাম শ্যাষ। ঢাইল্লা নিসি।

২| ২৩ শে মে, ২০১৬ রাত ১:২৫

মার্কোপলো বলেছেন:


এক টুকরা কাগজের উপর সামান্য চিনি রাখেন, প্রথমে কম্প্যুটারের কাছে রাখুন; পিপড়া বের হতে থাকলে, কাগজটাকে আস্তে আস্তে টেনে দুরে নিয়ে যান।

২৩ শে মে, ২০১৬ বিকাল ৩:০৪

শেয়াল বলেছেন: চিটিং করা কি ঠিক?

৩| ২৩ শে মে, ২০১৬ রাত ১:৫৩

Safin বলেছেন: আহ্‌! অসহায় প্রাণিটি। আশ্রয় চেয়েছিল।একটু তো দয়া করুন!

২৩ শে মে, ২০১৬ বিকাল ৩:০৭

শেয়াল বলেছেন: সেটাই ভাবতে ভাবতে দিন শ্যাষ ।

৪| ২৩ শে মে, ২০১৬ ভোর ৫:৩৭

বিজন রয় বলেছেন: ঠাডা পড়ুক, ঠাডা পড়ুক।

২৩ শে মে, ২০১৬ বিকাল ৩:১২

শেয়াল বলেছেন: ঠাডা ফড়ুক হ্যাগো মাথায়!

৫| ২৩ শে মে, ২০১৬ ভোর ৬:০২

বলেছেন: হাসিতে ভরে যাক মানব জীবন। আপনার পিপড়াদের মেরে ফেলবেন না। একদিন তারাই আপনাকে সাহাইয্য করবে। :)

২৩ শে মে, ২০১৬ বিকাল ৩:২১

শেয়াল বলেছেন: আইচ্চা

৬| ২৩ শে মে, ২০১৬ সকাল ৯:০৯

শাহাদাত হোসেন বলেছেন: পিপঁড়া মাইরবেন না, পিপঁড়া মারিলে মহাপাপ হইপে :P

২৩ শে মে, ২০১৬ বিকাল ৩:২৩

শেয়াল বলেছেন: ওহহো

৭| ২৩ শে মে, ২০১৬ দুপুর ১২:০৪

আমি অথবা অন্য কেউ বলেছেন: তাওয়ায় দিয়া শেকেন

২৩ শে মে, ২০১৬ বিকাল ৩:২৭

শেয়াল বলেছেন: টেরাই কইরা দেহি

৮| ২৫ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬

নীলপরি বলেছেন: মহা সমস্যা দেখছি । :)

শুভকামনা ।

০১ লা জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৩৫

শেয়াল বলেছেন: হা হা হা হা

সমস্যা শেষ হইয়া গেসে

৯| ৩০ শে মে, ২০১৬ রাত ২:৩৮

মহা সমন্বয় বলেছেন: =p~

০১ লা জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৫১

শেয়াল বলেছেন: কি হইসে ?

১০| ০৯ ই জুন, ২০১৬ রাত ১১:১৫

কালনী নদী বলেছেন: পিপড়ার সাথে দুশমনি!!! খেক, খেক।

১২ ই জুন, ২০১৬ বিকাল ৩:৫৩

শেয়াল বলেছেন: খক খক

১১| ০৯ ই জুন, ২০১৬ রাত ১১:২১

মিঃ অলিম্পিক বলেছেন: পিঁপড়া তাড়ানোর জন্য এক বতল Finis খেয়ে দেখতে পারেন, ১০০% কাজ করবে শিয়াল মামু....

১২ ই জুন, ২০১৬ বিকাল ৪:০০

শেয়াল বলেছেন: কাম হইয়া গেসে

১২| ০৯ ই জুন, ২০১৬ রাত ১১:২২

মিঃ অলিম্পিক বলেছেন: পিঁপড়া তাড়ানোর জন্য এক বতল Finis খেয়ে দেখতে পারেন, ১০০% কাজ করবে শিয়াল মামু....

০৯ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭

শেয়াল বলেছেন:
finis কিতা ??

১৩| ০৯ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৫০

আর. এন. রাজু বলেছেন: শেয়াল ভাউ, আন্নে আমার কথা হুনুকা।
পিঁপড়া গুলারে একডা শাস্তি দেওয়া যাকক।

আন্নে আমার কথা মন দিয়া হুনেন,

পিঁপড়া গুলার সাথে বেঈমানি কইরতো হইব। আন্নে ফতমে একটা কাগজে চিনি লউকা। তারপর ঐ চিনির সাথে লবণ মিশান।
এবার কি হল চিনি+লবণ= মরণ।

এইডা না হইলে, শেষ মেষ কম্পুটারে পানি ডাইল্লা দেন।
ছুনামি ভাইব্বা মইরা যাইব।

০৯ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:১১

শেয়াল বলেছেন: ঠাংকু থাংকু ৎাংকুউ

১৪| ০৬ ই আগস্ট, ২০১৬ রাত ১০:৪০

নীলাঞ্জনানীলা বলেছেন: পিঁপড়ারা কি গেছে?
মনে হয় গেছে, নইলে নতূন পোষ্ট তো আসতো না।

এভাবে হাসানোর জন্য লক্ষ লক্ষ প্লাস। :)

১১ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩০

শেয়াল বলেছেন: খেক খেক :D

বদ পাজি গুলা গেসেহ ! !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.