![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকালে উঠিয়া আমি চিল্লায়া চিল্লায়া বলি,
কোন গবেট নষ্ট করছে আমার বাসার গলি।
প্রতিদিন চেচামেচি পড়শির সাথে,
ধন্য হতাম যদি লাভ হতো তাতে। /
আরে বাবা এক কথা কত দিন বলি,
আমার গলিটা নয় ময়লার ঝুলি।
ময়লা ঝুলিতে ভরে যথাস্থানে রাখা,
ইহা অতি সাধারন লাগেনা তা শেখা।
রাস্তার পাশে আছে ডাস্টবিন রাখা,
ময়লা তার আশপাশে ভিতরটা ফাঁকা।
সেদিন হাটছিলাম উদাস মনে,
জরূরী কথা কিছু চলছিল ফোনে।
হাঠাৎ মেজাজ গেলো সপ্তমে চড়ে,
কলার বাকল এসে পড়লো ঘাড়ে।
থুথু ফেলে বাটি ফেলে আরো ফেলে হাড়ি,
জানেনা না কি তারা পথে হাটে পথচারী? B
চিৎকার চেচামেচি রাস্তার মাঝ,
(একগাল হেসে!!)
ভাই এ মোদের দুষ্টু বাবুটার কাজ।
উর্ধ্বপানে চেয়ে যায় না তো চলা,
নিচে আছে ম্যানহোল ঢাকনাটা খোলা।
সব শেষে শোন বলি একটাই কথা,
সকলেরই প্রয়োজন সচেতনতা।
================================
নোটঃ নিজের বানানো যে সেইটা না। কপি মারসি
০৭ ই জুন, ২০১৬ দুপুর ২:৪৩
শেয়াল বলেছেন: প্লাস ধুইয়া পানি খাই না । অক্ষণ টেকা ফিরত দেন । মজা নিসেন ক্যান এইজন্য টেকা দেন ।
২| ০৭ ই জুন, ২০১৬ দুপুর ২:২৯
আহলান বলেছেন: ঠিক ঠিক ঠিক ....
০৭ ই জুন, ২০১৬ দুপুর ২:৪৭
শেয়াল বলেছেন: কে বেঠিক কইসে কন । হেতে রে ধইরা চুবানি দিয়ামনে
৩| ০৭ ই জুন, ২০১৬ দুপুর ২:৩৭
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: পাশ। + দিলাম।
০৭ ই জুন, ২০১৬ দুপুর ২:৫৩
শেয়াল বলেছেন: ধইন্যাপাতা চাবাইতে থাকেন
৪| ০৭ ই জুন, ২০১৬ বিকাল ৩:২৯
কবি হাফেজ আহমেদ বলেছেন: হুম ঠিক বলেছেন।
০৯ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:২৯
শেয়াল বলেছেন: ধইন্যা
৫| ০৮ ই জুন, ২০১৬ বিকাল ৪:০৮
মহা সমন্বয় বলেছেন: আমি এই কবিতাটি প্রিন্ট করে রাস্তার মোরে মোরে লাগিয়ে দিবো, আশা করি তাহাতে কাজ হইবে।
০৯ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:১৪
শেয়াল বলেছেন: তা করসেন নাকি?
৬| ০৯ ই জুন, ২০১৬ রাত ১০:৩২
কালনী নদী বলেছেন: কপি!!! খেক , খেক ।
১২ ই জুন, ২০১৬ বিকাল ৩:৪৭
শেয়াল বলেছেন: হ
৭| ১০ ই জুন, ২০১৬ রাত ১০:৪২
কালনী নদী বলেছেন: খেকজ পন্ডিতমশাই!!! ছবিসূত্র- ইন্টারনেট।
১২ ই জুন, ২০১৬ বিকাল ৩:৫৩
শেয়াল বলেছেন: হু
৮| ১০ ই জুন, ২০১৬ রাত ১০:৪৫
কালনী নদী বলেছেন: খেকজ পন্ডিত!!!
ছবিসূত্র- ব্যক্তিগত সংগ্রহ ফর্ম ইন্টারনেট।
খে ক খে ক খে ক খে ক খে ক খে ক খে ক খে ক খে ক খে ক খে ক খে ক খে ক খে ক খে ক খে ক খে ক খে ক খে ক খে ক খে ক
১২ ই জুন, ২০১৬ বিকাল ৪:০১
শেয়াল বলেছেন: হুক্কা হুয়া হৌয়া হুা
৯| ১২ ই জুন, ২০১৬ বিকাল ৫:৩৫
কালনী নদী বলেছেন: আপনি সন্ধ্যা লগণে আমাকে চিল্লায়া তাড়িয়ে দেন কেন???
১২ ই জুন, ২০১৬ রাত ১১:৫৬
শেয়াল বলেছেন:
১০| ১৩ ই জুন, ২০১৬ রাত ৩:৪৮
ডঃ এম এ আলী বলেছেন: বৃক্ষ তোর নাম কি ফলে পরিচয় ।
১৪ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:১১
শেয়াল বলেছেন: ঠিক কথা
১১| ১৩ ই জুন, ২০১৬ ভোর ৬:০৭
দিয়া আলম বলেছেন: হহিহিহিহিহিহিহ শেয়াল ভাইয়া অনেক ভালো হয়েছে তোমার নকলীয় কবিতা
১৪ ই জুন, ২০১৬ রাত ৮:২৪
শেয়াল বলেছেন: হি হি হি
আমিও পইড়া মজা পাইসি
১২| ২৪ শে জুন, ২০১৬ রাত ২:২১
কালনী নদী বলেছেন: জঙ্গলে গিয়া চিল্লান ভাই।
১৩| ২৪ শে জুন, ২০১৬ রাত ২:২২
কালনী নদী বলেছেন: বনমহুয়ারে সাক্ষ্যি রাখেন সাথে।
২৪ শে জুন, ২০১৬ ভোর ৫:৪৫
শেয়াল বলেছেন: বনমহুয়া কিডা?
১৪| ২৪ শে জুন, ২০১৬ ভোর ৫:৪৬
কালনী নদী বলেছেন: বনের প্রেতাত্মা।
২৪ শে জুন, ২০১৬ ভোর ৫:৫১
শেয়াল বলেছেন: খাইসে আমারে হে হে হে
১৫| ০৯ ই জুলাই, ২০১৬ রাত ২:৫২
ডঃ এম এ আলী বলেছেন: প্রিয় শিয়াল ভাই ঈদ মোবারক । ঈদ কেমন কাটল জানতে ইচ্ছে করে ।
ভাল থাকার শুভ কামনা থাকল ।
০৯ ই জুলাই, ২০১৬ রাত ২:৫৭
শেয়াল বলেছেন: ঈদ ভালুই কাটসে । হে হে হে
আপনার খবর কিতা ?
১৬| ০৯ ই জুলাই, ২০১৬ রাত ৩:১৬
ডঃ এম এ আলী বলেছেন: আল্লার রহমতে ভালই কাটছে ।
শুভেচ্ছা রইল ।
০৯ ই জুলাই, ২০১৬ রাত ৩:২২
শেয়াল বলেছেন: লাভু লাভু
১৭| ০৯ ই জুলাই, ২০১৬ রাত ৩:৩৫
ডঃ এম এ আলী বলেছেন: হাসি মাখা মুখটি দেখে খুবই প্রিত হলাম
১৮| ১৪ ই জুলাই, ২০১৬ রাত ১:১৩
ডঃ এম এ আলী বলেছেন: মাঝে মাঝেই আসি এখানে কুসল বিনিময়ের জন্য । সুখ পাঠ্য নতুন কোন লিখা আছে কিনা দেখার জন্য , সুখপাঠ্য লিখাটি আরো একবার পড়লাম, কবিতা কখনো পুরাতন হয়না । ভাললাগার টানেই আসি এবারো তার ব্যতিক্রম নয়, । একটি বিশেষ ধন্যবাদ পাওনা ছিল তা দিয়ে গেলাম, প্রতি উত্তরে ( আদৌ যদি দেয়া হয়) ওরকম আর একটি দিলেও ক্ষতি নেই । তার জন্যও ধন্যবাদ তোলা থাকল ।
নিরন্তন ভাল থাকার শুভ কামনা থাকল ।
১৪ ই জুলাই, ২০১৬ রাত ১:২৭
শেয়াল বলেছেন: থিংকুউ । তয় বলদামি আমি ডিসলাইক করি । ওই জায়গায় ছাড় দিতে পারি না । ভাল থাকুন আপনেও ।
১৯| ১৪ ই জুলাই, ২০১৬ রাত ১:৩৫
বিদ্রোহী ভৃগু বলেছেন:
পোষ্ট পড়িয়া আমি চিল্লায়া বলি
ভাল হইছে পোষ্ট
সচেতনতা মাষ্ট!
চলুন সকলে তাহা মানিয়া চলি
+++
১৪ ই জুলাই, ২০১৬ রাত ১:৩৯
শেয়াল বলেছেন: ঠিক কথা
২০| ৩০ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:১৮
শাহরিয়ার কবীর বলেছেন:
মজার ............কপি
০৪ ঠা আগস্ট, ২০১৬ ভোর ৪:১৫
শেয়াল বলেছেন: খেক খেক
২১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:১৫
ভ্রমরের ডানা বলেছেন: অনলি শেয়াল ভাই ইস রিয়েল! হু হু হু হা হা হা হুক্কা হুয়া! কেয়া মজা! কবিতা খুব সুরুত হুয়া!
০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:২৮
শেয়াল বলেছেন: কিতনা মাজা আ গেয়া হু
২২| ১৮ ই মার্চ, ২০১৭ রাত ১১:২৮
জাহিদ হাসান বলেছেন: রেষ্ট ইন পিস: সকালে উঠিয়া আমি মনে মনে বলি
১৯ শে মার্চ, ২০১৭ সকাল ১১:৫৯
শেয়াল বলেছেন: তুই সকালে কইলে কুনু কামে লাগব না
©somewhere in net ltd.
১|
০৭ ই জুন, ২০১৬ দুপুর ২:২৪
মোটা ফ্রেমের চশমা বলেছেন: কপি, তাই প্লাস দিলাম না
ভালোই হইসে যদিও 