নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শেয়াল

এইহানে কিসু নাইক্কা। সাইডে চাইপ্পা ভাগেন।

শেয়াল › বিস্তারিত পোস্টঃ

অদ্ভুত ঝামেলা ! ! পিরামশ্য চাই ! :|

১১ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:১৯



অদ্ভুত ঝামেলা :|| বউরে লইয়া এক জায়গায় বেড়াইতে গিয়া অলিম্পি বিস্কিট কিনেছিলাম। প্থমটা মুখে দিয়া দেখি টেস্ট খারাপ, ক্রিস্পি কম। ভাবলাম অনেকদিন ধরে আছিলো দেইক্কা হয়ত বাতাস বাইর হইয়া গেছে।
এক্সপায়ারি ডেট খুইজতে যায়া দেখি প্যাকেটের নিচের দিকে সুন্দর করে করাতের মতো করে কাটা আর সেইখান দিয়া একটা বিস্কিটের অর্ধেক আগে থেকেই খাওয়া।
:-&
লগে লগে দোকানে গেলাম , যেয়ে বলি এটা কি বিস্কিট দিলেন? বেটায় খুব গর্বের কিছু করেছে এমন একখান হাসি দিয়া প্যাকেট তার হাতে নিয়া তাকাইয়া তাকাইয়া আমার বউয়ের রাগের চোখ দেইক্কা পোকারফেস কইরা কয় ইদুর খেয়ে ফেলছে আপু। এইটা হুনার পর থাইকা আমার বউয়ের কেমন জানি অস্বস্থি লাগছে । জাইনতে চাই ইদুরের খাওয়া বিস্কিট টা উ খায়নি তাও কি কোন বিশেষ ঝামেলা হইতে পারে? :|

মন্তব্য ২১ টি রেটিং +২/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ১১ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩৪

শেয়াল বলেছেন: কেহই নাই :||

২| ১১ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩৫

মৌমুমু বলেছেন: হাহাহা!! লিখাটা পড়ে মজা পেলাম। অনেক সুন্দর করে লিখেছেন।
আপনার নিজেকে লাকি ভাবা উচিত কারন ইঁদুরের খাওয়া বিস্কুট খেয়েছেন আপনি কিন্ত কষ্ট পাচ্ছে আপনার বৌ।
ভালো থাকবেন আপনারা।

১৪ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:১৮

শেয়াল বলেছেন: খিকজ ! ! =p~

৩| ১১ ই আগস্ট, ২০১৬ রাত ৯:৪৬

সুমন কর বলেছেন: হাহাহা......তেমন কিছু হবে না। কারণ আপনি একটু খেয়েছেন।

১৮ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:১৭

শেয়াল বলেছেন: কিচচু হয়নাই

৪| ১১ ই আগস্ট, ২০১৬ রাত ১০:৪২

ঢাকাবাসী বলেছেন: আরি দুর, সারা দেশ সারাদিন ফরমালিন আর পেস্টিসাইড খায় পেটে চর পড়ে গেল আর এইটুক ইদুরের খাওয়া বিস্কুটে কি হবে? চালিয়ে যান।

১৮ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:২৫

শেয়াল বলেছেন: ঠিক কথাই কয়েছেন । ধইন্যা !!

৫| ১৪ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:১২

মহা সমন্বয় বলেছেন: তাড়াতাড়ি ডাক্তার দেখান তা না হলে কিন্তু পেটে ইদুর হবে। :P

১৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:০২

শেয়াল বলেছেন: হায় হায় ! !
কয়েসতাস দিতিয়েন্দো ¿¿

৬| ১৪ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩

চাঁদগাজী বলেছেন:



ভারতের কোথায় কোথায় ইঁদুরকেও দেবতা ভাবে, দেবতার কাওয়া খাবার খেলেন; স্বাস্হের ঝুঁকি থাকার কথা নয়; আপনি বিপরিত দিক থেকে খেয়েছেন।

২১ শে আগস্ট, ২০১৬ রাত ১২:১৬

শেয়াল বলেছেন: খকজ ! :|| :P

কথা সইত্য কয়েছেন !

৭| ১৫ ই আগস্ট, ২০১৬ রাত ৩:৩৮

শাহরিয়ার কবীর বলেছেন: হা হা হা মজা পেলুম ;) ;)

২১ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:৫১

শেয়াল বলেছেন: খিকজ :P

৮| ১৮ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:৪৮

প্রামানিক বলেছেন: হে হে হে অজানায় খাইলে কিচ্ছু হয় না।

২১ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:০৫

শেয়াল বলেছেন: হাসা কথা B-)

৯| ১৯ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:১৩

নতুন বলেছেন: আপনাদের যে কিছু হয় নাই তার জন্য কিন্তু ভ্যাজাল চাষীদের ধন্যবাদ দেওয়া উচিত।

এরা শাক সবজীতে যেই পরিমানে কিটনাশক ব্যবহার করে তাতে সবার শরীরেই এতো বেশি রেজিস্টেন্স হয়েছে যে এই সব ইন্দুর/বান্দরের থেকে অসুখ হবার সম্ভবনা নাই। B-)

৩১ শে জুলাই, ২০১৮ রাত ১১:৩৫

শেয়াল বলেছেন: স্যরি বস । লেট হইয়া গেল । জিনিসটায় আর ঢু মাইরা দেকিনি । সমস্যা হইল লেইট মানে মুটামুটি াগস্ট টু আগস্ট ২ বৎসর । #:-S

কিছু কওয়ার নাই । ধইন্যবাদ ।

১০| ০১ লা আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫৮

নতুন বলেছেন: বাহ আপনার তো কিছু হয় নাই... B-) ;)

কেমন আছেন...

০১ লা আগস্ট, ২০১৮ বিকাল ৫:০৪

শেয়াল বলেছেন:
ভালই আছি । ঐ জিনিসের কথা কবে ভুলি গেছিলাম যাউক ব্লগের কারণে আবার মনে হইয়া গেল । কিছু মনে না করলে শরীরের রেজিস্টেন্স এর ব্যাপারে লিংক টিংক দিয়া আলোকিত করতে পারেন । যদি জিনিসটা খালি ফান না হয় আরকি ।

১১| ০২ রা আগস্ট, ২০১৮ বিকাল ৩:০২

নতুন বলেছেন: লিংক টিংক নাই... ঐটা তো ফান করে বলছিলাম। :)

আমি বলছিলাম... যে ইন্দুরে খাওয়ায় ইন্দুরের ভাইরাস মানুষের শরিরে এখন কায়দা করতে পারবো না কারন আমরাই এখন অনেক কিটনাশক বিষ খাইতেছি....

দেশের মানুষ যেই হারে ভ্যাজাল/কিটনাশক/হরমন খাচ্ছে সেটা খুবই খারাপ হচ্ছে.... আমাদের বেশি লাভের লোভ পুরা জাতীকে ধ্বংস করে দিচ্ছে... :(

০২ রা আগস্ট, ২০১৮ রাত ৮:২৫

শেয়াল বলেছেন: না মানে আমি ভেজাল খাওয়ার উপর পরাক্টিস চালিয়ে নিতাম আরকি সেই আশায় :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.