নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শেয়াল

এইহানে কিসু নাইক্কা। সাইডে চাইপ্পা ভাগেন।

শেয়াল › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের টাইগারদের জন্য সুখবর ! !

০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪৪

আফগান টিমরে বাংলাওয়াশ করলেই হইলো । টাইগার বাহিনী ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ যে কোনু ব্যবধানে জিতলেই পয়লাবারের মতো র‌্যাঙ্কিংয়ের দৌড়ে ছয় নম্বরে উডি যাইবো মাশরাফিরা ।



লাভের লাভ ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ আরো বাড়ব । ১৭ সালের ৩০ সেপ্টেম্বর র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা সাত টিম সরাসরি যোগ্যতা পাইবো ২০১৯ বিশ্বকাপে খেলার । ইংল্যান্ড তো এমনিতেই আছে ।

গত বছর বিশ্বকাপের প্রথমবারের মতো কোয়ার্টার-ফাইনাল খেলার পর দেশের মাটিতে টানা চারটি সিরিজ জিতসে টাইগার টিম । বাংলাওয়াশ করসে পাকিস্তানরে-জিম্বাবুরে হারাইসে ইন্ডিয়া + সাউথ আফ্রিকারে । হোয়াইটওয়াশ করেছে য়েকে ।

২০১৫'র নভেম্বরের পর থাইক্কা ওয়ানডে খেলার চান্স নাই টিম বাংলাদেশের । শ্রী-লঙ্কার লগে ব্যবধান এখন ৩ পয়েন্ট । সাত নম্বরে আছে তারা ৯৮ রেটিং পয়েন্টে । ছয়ে থাকা শ্রীলঙ্কা ১ পয়েন্ট হারাইসে অস্ট্রেলিয়ার লগে সিরিজ ফেইল কইরা।

সামনে আফগানিস্তান ৪৯ পয়েন্টে লইয়া ১০ নম্বরে । তার পরে ইংল্যান্ড । যদিও হেতেরা দারুণ ফর্মে । পাকিস্তানরে ৪-১ ব্যবধানে সিরিজ হারানোর পর ১০৭ পয়েন্ট নিয়ে ইংলিশ বানচোদরা আছে ৫ নম্বরে ।

মন্তব্য ১৫ টি রেটিং +১/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫৮

সাহসী সন্তান বলেছেন: এইসব হিসাব আপাতত চাইপ্পা যান শেয়াল মামা! হেতিগো আগে এই বঙ্গে আসবার দেন! আগে থাকতে আমাগো এইসব পিলান প্রোগ্রামের কথা শুনলে তারা আর এমুখো হবে বলে মনে হয় না! মুখপুড়া ব্যাটারা এমনিতেই দেশে জঙ্গী আছে জঙ্গী আছে কইরা আইতে চাইতেছে না! X((

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৫৩

শেয়াল বলেছেন: না আইয়া উপুয় নাই বানচোদ টিমের লাগি ।

২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫৯

দ্যা ফয়েজ ভাই বলেছেন: আশা রাখি,বাংলাদেশ ভালো করবে।
লেখকের লেখার ধরণ ভিন্ন।এই ভিন্নভাবে লেখার কৌশল টা ভালো লাগলো। :)

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৫৬

শেয়াল বলেছেন: এইটা আমার ইসটাইল রে ভাউ ইসটাইল :>

৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৪১

সামিউল ইসলাম বাবু বলেছেন: বেশি অাশা না করাই ভালো। অাফগান দল একেবারে খারাপ না

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৫৯

শেয়াল বলেছেন: হ টিক কতাই কইসেন

৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৫১

গন্ডোলার মাঝি বলেছেন: আইসতে দেন আগে।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:০০

শেয়াল বলেছেন: হ মাঝি

৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৫৬

আমিই মিসির আলী বলেছেন: চেনা চেনা লাগে।
চিনি নাকি?

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৫৮

শেয়াল বলেছেন: কমু না । ধরা খাইতে এত সখ নাই :>

৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:০০

ডঃ এম এ আলী বলেছেন:



অনেকদিন পরে একটি খুশীর খবর শুনা্ইলেন ।
কামনা করি আপনার হিসাবটা যেন ঠিক থাকে ,
টাইগাররা পৌঁছে যায় সে লক্ষ্যে ।
শুভেচ্ছা রইল

২৩ শে মার্চ, ২০১৭ রাত ২:৪৯

শেয়াল বলেছেন: থেংকু মামু B-)

৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:০৭

ডঃ এম এ আলী বলেছেন: :)

৮| ২৩ শে মার্চ, ২০১৭ রাত ৩:২৮

সামিউল ইসলাম বাবু বলেছেন: :D :D :D

২৩ শে মার্চ, ২০১৭ রাত ৩:২৯

শেয়াল বলেছেন: : :D

খকজ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.