![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কালের নায়ে জল উঠেছে
দুর আকাশে মেঘ
হইন্নে বাইনছে হইন সারি,
যাইবো আইজকা বাঘের বাড়ি!
আসমান ভাইঙে নামুক পানি,
কুমির মামার কী?
বানের তুড়ে ভাসুক দুনিয়া
খেক খেক খিক খিক খি!
১১ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:০৪
শেয়াল বলেছেন: হইন মানে deer
২| ১১ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:২৪
অরুনি মায়া অনু বলেছেন: আচ্ছা তাহলে দুনিয়া ভেসে যাক। শেয়াল মামা ঘুমাক।
১১ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:১৭
শেয়াল বলেছেন: হ, হুমাই
৩| ১১ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৩৫
ধ্রুবক আলো বলেছেন: শেয়াল মামাওতো ভেসে যাবে!
১১ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৩৬
শেয়াল বলেছেন: যা্উক গা
৪| ১১ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:৪৩
সাদা মনের মানুষ বলেছেন: শেয়াল কুমিরের চিরকালিন দ্বন্দটা আবার ও সামনে নিয়ে এলেন
১১ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:০৫
শেয়াল বলেছেন: হাসা কতা বটে
৫| ১১ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:২৬
সুমন কর বলেছেন: সাদা মনের মানুষ বলেছেন: শেয়াল কুমিরের চিরকালিন দ্বন্দটা আবার ও সামনে নিয়ে এলেন
১১ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৪১
শেয়াল বলেছেন: কুমির মামা আবারও হারবোনে
৬| ১১ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৩১
চাঁদগাজী বলেছেন:
কুমীর-শেয়ালের রূপকথার সাথে নতুন নতুন ঘটনা যোগ করলে পাঠকেরা উৎসাহী হবে, মনে হয়
১১ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৪২
শেয়াল বলেছেন: ঠিক কতাই মনে হয়
৭| ১১ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫
নাদিম আহসান তুহিন বলেছেন: আরেকটু বড় করা যেত। খিকজ
১১ ই মার্চ, ২০১৭ রাত ৮:০০
শেয়াল বলেছেন: হ যা দিসি তা নিয়াই হেপি হ বাছা
৮| ১২ ই মার্চ, ২০১৭ রাত ১০:২৭
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: গুড
১৪ ই মার্চ, ২০১৭ দুপুর ১:৫৫
শেয়াল বলেছেন: ডুড
৯| ১৫ ই মার্চ, ২০১৭ রাত ৮:১১
অতঃপর হৃদয় বলেছেন: হা হা হা হা ভাল লাগছে।
১৫ ই মার্চ, ২০১৭ রাত ৮:৩৩
শেয়াল বলেছেন:
১০| ২০ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৪৭
খায়রুল আহসান বলেছেন: শেয়াল কুমীরের মাঝে সেই চিরন্তন বুদ্ধির প্রতিযোগিতা!
©somewhere in net ltd.
১|
১১ ই মার্চ, ২০১৭ বিকাল ৩:০২
মোটা ফ্রেমের চশমা বলেছেন: হইন্নে বাইনছে হইন সারি

বুঝি নাই